প্রথম সপ্তাহে ‘পরাণ’কে ছুঁতে পারেনি ‘দামাল’
তুমুল প্রচার, পজিটিভ রিভিউ ও রায়হান রাফীর আগের ছবি ‘পরাণ’-এর চেয়ে দ্বিগুণ ২২ হল পেয়েও প্রথম সপ্তাহে ততটা জমাতে পারেনি ‘দামাল’। নিউজ বাংলার এক প্রতিবেদনে হল মালিকদের বরাবর দিয়ে বলা হচ্ছে, মোটামুটি ব্যবসা করেছে সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি।
১২টি প্রেক্ষাগৃহের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের ৩৫ সিটের সিনেস্কোপ ছাড়া অধিকাংশ প্রেক্ষাগৃহেই সিনেমাটির ব্যবসা মোটামুটি।
মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখা রাজধানীতে। সবগুলো মিলিয়ে প্রতিদিন মোট ১৭টি করে শো চলেছে দামাল সিনেমার। সপ্তাহ শেষে সিনেমাটিকে ‘অ্যাভারেজ’ মার্ক দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রত্যাশা বেশি থাকলেও ‘দামাল’ পূরণ করতে পারেনি। রাজধানীর মধুমিতা ও শ্যামলী সিনেমা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও বলছে দর্শক উপস্থিতি ‘মোটামুটি’। তবে দুই হলে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি চলবে।
সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব থেকে বলা হচ্ছে, সিনেমার রিভিউ ভালো হলেও দর্শক নেই। সিলেট, খুলনা ও বগুড়ায় ভালো করতে পারেনি ‘দামাল’।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল অজিজ বলেন, হাওয়া, পরাণ এর পর বেস্ট সেল দিয়েছে দামাল। তবে এ মুহূর্তে তার কাছে পুরো হিসাব নেই।