
প্রথম সপ্তাহে ১৩ প্রেক্ষাগৃহে ‘দাগি’
দীর্ঘ এক দশক পর বড় পর্দায় ফিরেছেন শিহাব শাহীন। ২০১৫ সালের দর্শকনন্দিত ‘ছুঁয়ে দিলে মন’-এর পর এবার ঈদে মুুক্তি পেতে যাচ্ছে তাঁর দ্বিতীয় ছবি ‘দাগি’। এটি আফরান নিশোরও দ্বিতীয় ছবি। তাঁর প্রথম ছবি রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ পেয়েছিল জনপ্রিয়তা। সব মিলিয়ে শিহাব শাহীন ও আফরান নিশোর ‘দাগি’ নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রথম সপ্তাহে দেশের প্রধান মাল্টিপ্লেক্স চেইনসহ মোট ১৩টি হলে চলবে দাগি।

সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সন, মিলিটারি মিউজিয়াম, সেন্টার পয়েন্ট ও বালি অর্কেড – চট্টগ্রাম। ঢাকায় আরো দেখা যাবে ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে। তালিকায় রয়েছে মনিহার সিনেপ্লেক্স – যশোর, মম ইন – বগুড়া, বর্ষা – জয়দেবপুর, গাজীপুর, রূপকথা – শেরপুর ও লিবার্টি – খুলনা।
‘দাগি’তে এতে দ্বিতীয়বারের মতো নিশোর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তমা মির্জা। বিশেষ ভূমিকায় আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আরো অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, মনিরা আক্তার মিঠু এবং মিলি বাশার। প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। ‘দাগি’র সাড়ে ৪ কোটি টাকা বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।