Select Page

প্রদর্শিত হলো ‘গাড়িওয়ালা’

প্রদর্শিত হলো ‘গাড়িওয়ালা’

Poster2-235x261আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা‘ চলচ্চিত্রের চুড়ান্ত রাশ প্রিন্ট প্রদর্শিত হয়ে গেল ২৭ আগষ্ট ২০১৩ তারিখে তথ্য মন্ত্রনালয়ের অডিটরিয়ামে। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। প্রদশর্নী শেষে জুরি কমিটি চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন এবং সেন্সর বোর্ডে প্রেরণ করার নির্দেশনা দেন।

প্রর্দশনীতে জানানো হয়, ছবিটি স্বল্পদৈর্ঘ্য ও পূর্নদৈর্ঘ্য ২টি ভার্সনে মুক্তি দেওয়া হবে। এ ব্যাপারে যুগ্মসচিব (উন্নয়ন) হারুন-অর-রশিদ বলেন, ‘গাড়িওয়ালা চলচ্চিত্রের স্পল্পদৈর্ঘ্য ভার্সনটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’।

উক্ত বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, অভিনেত্রী কবরী সারোয়ার এম.পি, গোলাম সারওয়ার, সালাহউদ্দিন জাকী, মানযারে হাসিন মুরাদ, পিযুষ বন্দোপাধ্যায় (ব্যবস্থাপনা পরিচালক, এফডিসি), চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির সহ তথ্য সচিব, যুগ্ম সচিব (চলচ্চিত্র) , যুগ্মসচিব (উন্নয়ন), উপসচিব (চলচ্চিত্র) সহ আরো অনেকে।

ছবিটি আগামী নভেম্বরে ‘বিশ্ব শিশু দিবস’ দেশব্যাপি মুক্তি দেওয়া হবে বলে পরিচালক আশাবাদ ব্যক্ত করেন।


১ Comment

Leave a reply