প্রবীণ অভিনেতা সিরাজুল ইসলাম আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রবীণ অভিনেতা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় তিনি তার নিকেতনের বাসায় ৭৮ বছর বয়সী এ অভিনেতা শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এমএ বারি নিবেদিত, ইস্টার্ন থিয়েটার্সের মালিক মাজীদ প্রযোজিত মহীউদ্দিন পরিচালিত ‘রাজা এলো শহরে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে সিরাজুল ইসলামের অভিষেক ঘটে। প্রায় তিনশ’রও অধিক ছবিতে সিরাজুল ইসলাম অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে, ‘নাচঘর’, ‘অনেক দিনের চেনা’, ‘শীত বিকেল’,‘বন্ধন’, ‘ভাইয়া’, ‘রূপবান’, ‘উজালা’, ‘১৩ নং ফেবু ওস্তাগার লেন’ , ‘নয়নতারা’, ‘আলীবাবা’, ‘চাওয়অ পাওয়া’ , ‘গাজী কালু চম্পাবতী’, ‘নিশি হলো ভোর’, ‘সপ্তডিঙ্গা’, ‘মোমের আলো’, ‘ময়নামতি’, ‘যে আগুনে পুড়ি’, ‘দর্পচূর্ণ’, ‘ জাহা বাজে শাহনাই’, ‘বিনিময়’, ‘ডুমুরের ফুল’ ইত্যাদি।
তিনি স্ত্রী সৈয়দা মারুফা ইসলাম, এক ছেলে মোবাশ্বেরুল ইসলাম, দুই মেয়ে ফাহমিদা ইসলাম ও নাহিদা ইসলামসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
প্র্রবীন এই গুণী অভিনেতার মৃত্যুতে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) পরিবার শোকাহত এবং মৃতের আত্মার মাগফিরাত কামনা করছে।
সূত্র: বাংলামেইল