প্রযোজকের কাছে নেই পরমব্রতর চুক্তিবদ্ধ!
কলকাতার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে অনিমেষ আইচ নির্মাণ করেছেন ‘ভয়ংকর সুন্দর’। ১২ জানুয়ারি সিনেমাটি সেন্সরে বোর্ডে জমাও পড়ে। অনিমেষ দাবি করেন, বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন অনিমেষ। কিন্তু প্রমাণ হিসেবে জমা দিতে পারেননি চুক্তিপত্র।
অনিমেষ জানান, চুক্তিপত্র রয়েছে পরমব্রতর কাছে। তাই ভারত থেকে আসতে দেরি হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী চুক্তি স্বাক্ষর হয় প্রযোজক ও অভিনেতার মধ্যে। দুই পক্ষের কাছেই কাগজটি থাকার কথা। ‘ভয়ংকর সুন্দর’ এ ঘটেছে তার উল্টো।
শুক্রবার গণমাধ্যমকে অনিমেষ বলেন, ‘আমার সিনেমা সেন্সর আটকে দিয়েছে এমন কোনো ব্যাপার তো ঘটেনি! বিষয়টি খুব সাধারণ। পরমব্রতের সঙ্গে আমাদের যে চুক্তিপত্র হয়েছে তার একটি কপি চাওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে। পরমব্রত সেই কপিটি আমাদের কাছে মেইল করে পাঠান। আমরা সেটা জমাও দিয়েছি। কিন্তু সেন্সর বোর্ড বলছে হার্ড কপি লাগবে। আমরা হার্ড কপিটির জন্য পরমব্রতকে বলেছি। আজ-কালকের মধ্যে সেটা পাঠাবেন। আশা করি দুই-একদিনের মধ্যে সেন্সরে জমা দিতে পারবো।’
তিনি আরো বলেন, ‘ইন্ডিয়া থেকে একটা কাগজ পাঠাতে চাইলেই চট করে পাঠনোও যায় না। পরমব্রত কলকাতার বাইরে আছেন। আজকেই (শুক্রবার) ফিরে পেপারটি আমাদের পাঠাবেন বলেছেন।’
তবে প্রযোজকের কাছে কেন চুক্তিপত্র নেই— সে বিষয়ে প্রশ্ন তোলেনি কোনো গণমাধ্যম।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। মুক্তি পাবে ফেব্রুয়ারি বা মার্চে।