Select Page

প্রশংসার এক সপ্তাহ পর ‘শনিবার বিকেল’ স্থগিত!

প্রশংসার এক সপ্তাহ পর ‘শনিবার বিকেল’ স্থগিত!

# শনিবার বিকেল’ দেখে নির্মাতাকে ফোন করে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা
# এক সপ্তাহের ব্যবধানে সিনেমাটি দেখে স্থগিতের সিদ্ধান্ত নেন তারা
# বোর্ড বলছে, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে

“সেন্সর বোর্ডে ‘শনিবার বিকেল’ স্ক্রিনিং হয় ৬/৭ দিন আগে। ছবিটি প্রদর্শনীর পর অফিশিয়ালি ফোন করে সেখান থেকে আমাকে জানানো হয় যে ছবিটি তাদের পছন্দ হয়েছে। তবে ছবি শেষে একটা সুপার(টেক্সট) দিতে হবে। এটাও আমাকে আনুষ্ঠানিক ভাবে চিঠিতে জানানোর কথা, সে অপেক্ষায় আছি।” গণমাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকী এ কথা বলেন বুধবার।

যে কথা শোনা গিয়েছিল সপ্তাহখানেক আগেও। তখন আরো জানা যায় মাস দুয়েকের মধ্যে সিনেমাটি মুক্তি পাবে।

কিন্তু বুধবার জানা যায়, ‘শনিবার বিকেল’ সেন্সরের চৌকাঠ পেরোনের আগেই বাংলাদেশে ‘ব্যান’ হল। খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, মঙ্গলবার দ্বিতীয়বারের মতো ‘শনিবার বিকেল’ ছবিটি প্রদর্শনের আয়োজন করে সেন্সর বোর্ড। এর আগেও গত সপ্তাহে সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শনীর আয়োজর করা হয়। কিন্তু গতকাল ছবিটি দেখার সময় সচিবসহ সেন্সর বোর্ডের প্রায় সবাই উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, ছবি প্রদর্শনী শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সেজন্য সেন্সর ছাড়পত্র স্থগিত করা সহ ছবিটি ‘ব্যান’ করার সিদ্ধান্ত নেয়া হয়।

তবে ফারুকী বলেন, আমারতো মনে হয় ছবিটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো সুযোগ নেই, বরং ভাবমূর্তি বাড়ার কথা। যাইহোক, আপাতত এই বিষয়ে কিছু না বলি। আনুষ্ঠানিকভাবে চিঠি এখনো পাইনি।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং।

২০১৬ সালে ঢাকার গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ছায়া ধরে ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটার ডে আফটারনুন’ নির্মিত হয়েছে বলে আগে থেকেই কেউ কেউ মন্তব্য করে আসছিলেন।

ছবিটিতে অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।


Leave a reply