ফারিয়া সম্পর্কে অভিযোগের সত্যতা
মডেলিং ও টিভিপর্দার প্রিয়মুখ নুসরাত ফারিয়ার তিনটি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। তার বাংলা-ইংরেজি মেশানো ভাষাভঙ্গি নিয়ে অনেক দর্শক বিরক্ত। হালে এ অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেখা যায়, তিন সিনেমায় ফারিয়ার চরিত্র বিদেশে থাকা বাঙালি তরুণীর। সে প্রেক্ষিতে ফারিয়ার উচ্চারণ এমন হওয়ার কথা।
নতুন সিনেমা ‘প্রেমী ও প্রেমী’তেও তার চরিত্র একই ধরনের। এ ছবির পরিচালক জাকির হোসেন রাজু একটি টিভি চ্যানেলকে বলেন, ‘ছবিটার গল্পের সাথে ফারিয়ার পার্সোনাল ক্যারেক্টরের দারুন মিলে গেছে। গল্পে দেখা যাবে নুসরাত বিলেত ফেরত একটি মেয়ে। বিলেতে থেকে পড়াশুনা করেছে। ইংলিশ বেশাভূষা ওর মধ্যে আছে। গল্পের সাথে নুসরাতের কিন্তু কিছুটা দারুন মিল রয়েছে। সে এ ছবিতে অভিনয়ের দিক দিয়ে আগের সব ছবিকে ছাড়িয়ে যাবে। তাকে আমি সেভাবেই এ ছবিতে ব্যাবহার করেছি।’
সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে আছেন আরিফিন শুভ। মুক্তি পাবে ১০ ফেব্রুয়ারি।
এছাড়া একই জুটি আরো অভিনয় করছেন শামীম আহমেদ রনির ‘ধ্যাততেরিকি’তে। এ সিনেমায় একদম দেশি অবতারে হাজির হবেন ফারিয়া।