
ফিরছে ‘তারা তিনজন’, পরিচালক নুহাশ হুমায়ূন
হুমায়ূন আহমেদের অদ্ভুত হিউমারে ভরা ভীষণ সফল টিভি ফিকশন ‘তারা তিনজন’। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে এক করে অনেকগুলো নাটক রচনা ও নির্মাণ করেছেন তিনি। যার সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর এই অভিনেতারা নিয়মিত অভিনয় করছেন বটে, তবে আর একসঙ্গে পাওয়া যায়নি ‘মামা-ভাগ্নে’র অসাধারণ রসায়ন। সাল বিচারে ১১ বছর পর ফের এই ত্রয়ীকে নিয়ে তৈরি হচ্ছে নতুন কিছু। আর দায়িত্বটি নিয়েছেন হুমায়ূন আহমেদের উত্তরসূরি নুহাশ।
নতুন এই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচ পর্বের ছোট গল্পে ওটিটি পর্দায় আনছেন হুমায়ূনপুত্র।
নির্মাতার সূত্র থেকে জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে।
কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি ডা. এজাজ ও ফারুক আহমেদের ভাগনে চরিত্রে অভিনয় করে থাকেন এই সিরিজে। এবারও তাদেরকে একই চরিত্রে দেখা যাবে।
তবে নতুন প্রজেক্ট নিয়ে কারও কোনও মন্তব্য পাওয়া যায়নি। দ্রুতই বিষয়টি নিয়ে প্রকাশ্যে আসবেন নির্মাতা ও তিন অভিনেতা।
বলা দরকার, এজাজ, ফারুক ও স্বাধীনকে নিয়ে হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তারা তিনজন’, ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’ প্রভৃতি। খবর বাংলা ট্রিবিউন।।
সম্পাদনা: এটি কোন নাটক নয় বিজ্ঞাপনচিত্র।