Select Page

ফেসবুক ফলোয়ার ফারিয়াকে কী দিচ্ছে

ফেসবুক ফলোয়ার ফারিয়াকে কী দিচ্ছে

12019869_755437347901878_6188714138867943082_n‘আমার কাছে ফেসবুক ফলোয়ারের চেয়ে কতজন দর্শক হলে গিয়ে আমার ছবি দেখেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার দর্শকদের ভাললাগার কথা মাথায় রেখে চলচ্চিত্রে অভিনয় করি, সেক্ষেত্রে তারা হলে গিয়ে আমার চলচ্চিত্র দেখছেন এটিই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার মনে হয় ফেসবুকে লাইক-ফলোয়ার দিয়ে শিল্পীদের জনপ্রিয়তা পরিমাপ করা যায় না।’ মন্তব্যটা শাকিব খানের। সে সূত্রে মনে করা যেতে পারে ‘ফেসবুক জনপ্রিয়তার মাপকাঠি’ এমন বিতর্কের পালে অনেকেই হাওয়া দিচ্ছেন। আর তার শুরু নুসরাত ফারিয়াকে ঘিরে।

নুসরাত ফারিয়ার ভক্ত সংখ্যা ছাড়িয়ে গেছে ২০ লাখের ঘর। বাংলাদেশের অভিনয় জগতের অন্যান্য সেলিব্রেটিদের চেয়ে তার ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি এমন খবর প্রকাশ হয়েছে কয়েকটি সংবাদ মাধ্যমে। এর আগেও এমন মাইলফলক ছোঁয়ার খবর এসেছে। আর খবরগুলো ছড়িয়ে দেয়ার কাজ করছে জাজ মাল্টিমিডিয়া।

Nusrat Faria (8)

ফেসবুককে জনপ্রিয়তার মাপকাঠি ধরে কথা বলায় এর আগেও ফারিয়া বিতর্কে পড়েছিলেন। পরে তিনি অস্বীকার করলেও কলকাতার এবেলা পত্রিকায় কথাগুলো এভাবেই ছাপা হয়, ‘বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার সেটা দেখে বিচার করা হয়, কে স্টার কে স্টার নয়!’

সে হিসেবে ফারিয়ার মতে বাংলাদেশের সব থেকে বড় স্টার হল তিনি নিজে। আর তাতে প্রনোদনা দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। হ্যা ফারিয়া হয়ত নতুন কোনো ট্রেন্ড চালু করতে যাচ্ছেন। সেটা বাদ দিলে বাংলাদেশে স্টারডমের সঙ্গে এখনো ফেসবুক ফলোয়ার সংখ্যা কতটা গুরুত্বপূর্ণ তা বলা যাচ্ছে না। এ ক্ষেত্রে মাহিকে খানিক ব্যতিক্রম ধরা যায়। এর মূল কারণ আগেই নায়িকা হিসেবে মাহির ইমেজ প্রতিষ্ঠিত হয়েছে। আরেকজনের কথা বলা যায়। তিনি হলেন নায়লা নাঈম। ফেসবুক যদি জনপ্রিয়তার মাপকাঠি হয়, তাহলে বলতে হবে বাংলাদেশের জনপ্রিয় তারকাদের অন্যতম নায়লা। আর তিনি কিভাবে সে ইমেজ প্রতিষ্ঠা করেছেন সবার জানা।

এবার দেখা যাকে কিভাবে ফারিয়ার ফলোয়ার বাড়ার হিসাব। তিনি যখন উপস্থাপিকা ছিলেন ভক্ত সংখ্যা ছিল নগন্য। জাজ মাল্টিমিডিয়ার সাথে চুক্তিবদ্ধ হবার পর থেকেই ভক্ত সংখ্যা বাড়তে থাকে। প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ মুক্তি পেলে ফলোয়ার হঠাৎ করেই অনেক বেড়ে যায়। বলিউডের ‘গাওয়া— দ্য উইটনেস’ ছবির কথা ছড়ানোর পর রাতারাতি দ্বিগুন হয়ে যায়। তাছাড়া অতি সম্প্রতি ফারিয়াকে নিয়ে অনলাইন পোর্টালে কিছু অদ্ভুত সংবাদ দেখতে পাওয়া যায়। সে সব সংবাদ এবং সংবাদের প্রতিবাদে ফেসবুক উত্তাল হয়ে ওঠে। অনেকে মনে করছেন ফলোয়ার বাড়ার এটাও অন্যতম কারণ।

কিন্তু ফেসবুক নিয়ে এ আদিখ্যেতার নগদ ফল ততটা সুখকর নয়। এখন বিষয়টা বুমোরাং হয়ে গেছে। অভিযোগ উঠেছে ফেসবুকে তাকে উত্যক্ত করা হচ্ছে। আজে বাজে কমেন্টে ভরে গেছে তার পেজ। ফেসবুকে নিজের ছবিসহ একটি পোস্ট করেন ১০ অক্টোবর। আর সেই পোস্টের কমেন্টগুলো পড়ে বেশ মনে কষ্ট পেয়েছেন এই মডেল অভিনেত্রী। তার পোস্টগুলোতে একের পর এক বাজে মন্তব্য আসতে যাচ্ছে। যারা মন্তব্য করেছেন তারা বেশির ভাগই কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী। কেউ কেউ মডেলও। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের শরণাপন্ন হতে হবে ফারিয়া মনে করেন। এ সব গোলযোগের কয়েকদিন পর জাজ মাল্টিমিডিয়া অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ফারিয়ার ফলোয়ার ২০ লাখ ছাড়িয়েছে।

তবে মানতেই হবে ফারিয়ার পরিচিতির ফেসবুকের একটা বড় অবদান আছে। জাজ মাল্টিমিডিয়া ফারিয়াকে ফেসবুকের মাধ্যমেই দর্শকদের সামনে ভালোভাবে তুলে ধরেছেন। তাছাড়া দর্শকদের সাথে ফারিয়া ফেসবুকে সরাসরি আড্ডা দিয়েছেন অনেকের প্রশ্নের জবাব দিয়েছেন। এতে করে তিনি নিজেকে দর্শক এবং তার ভক্তদের অনেক কাছে পৌছতে চেয়েছিলেন।

naila naim hot runout

নাইলা নাইম

 


Leave a reply