Select Page

বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমার উদ্যোগ নেওয়া হয় মুক্তিযুদ্ধের আগে

বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমার উদ্যোগ নেওয়া হয় মুক্তিযুদ্ধের আগে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের উদ্যোগে নির্মিতব্য সিনেমা পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এছাড়া স্বাধীনতার ৪৭ বছর কেটে গেলেও এই নেতাকে নিয়ে কেন এতদিন সিনেমা নির্মিত হয়নি? এমন প্রশ্ন অনেকের। এর উত্তর খুবই জটিল সন্দেহ নেই।

এবার জানা গেল, মুক্তিযুদ্ধের আগেই ‘বঙ্গ-বন্ধু’ নামের সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন অভিনেতা রাজ। সেই খবর ওই সময়ের পত্রিকায় প্রকাশ হয়, শিরোনাম ‘নতুন ছবি বঙ্গ-বন্ধু’।

সেই পত্রিকার কাটিং দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সিনেমা বিষয়ক গবেষক শামসুল আলম বাবু। তিনি লেখেন, “বঙ্গবন্ধু’ নিয়ে চলচ্চিত্র বানানো বিষয়ে অনেক কথাবার্তা চলছে। এখন তার দল ক্ষমতায়- এজন্য অনেকেই কত সত্য মিথ্যা বলছে। অনেকেই বলছে তারা নাকি অনেক আগে থেকে কত কিছু করছে?

কত আগে থেকে? কয়জন জানে উনাকে নিয়ে কে প্রথম চিন্তা ভাবনা করেছিলো? পাকিস্তান আমলে ১৯৭০ সালের ডিসেম্বর মাসের একটি পত্রিকার একটি পাতা তাদের অবগতির জন্য্।”

এদিকে নতুন ছবিতে কারা অভিনয় করবেন জানা যায়নি। শোনা যাচ্ছে, সিনেমাটির বাজেট ১২০ কোটি টাকা। যার ৮০ ভাগ দেবে বাংলাদেশ, বাকিটা দেবে ভারত।


Leave a reply