বছরের প্রথম ৬ মাসের ফলাফল
২০১৩ সালের প্রথম ছয় মাসে ২২টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। কিছু চলচ্চিত্র ব্যবসায়িকভাবে সফল হলেও অধিকাংশই মুখ থুবড়ে পড়েছে। এ সময় জুড়ে সিরিয়াস তারকা অনুপস্থিত থাকলেও পর্দা দখল করে রেখেছিল নতুন নতুন মুখ।
এই ছয় মাসে সাফল্যের পাল্লা ভারী শাকিব খান ও বাপ্পীর, তাদের অভিনীত সর্বাধিক চারটি করে চলচ্চিত্র মুক্তি পেয়েছে।
ফেব্রুয়ারির প্রথম দিন মুক্তিপ্রাপ্ত শাহাদাৎ হোসেন লিটনন পরিচালিত শাকিব অভিনীত ‘জোর করে ভালোবাসা হয় না‘ গতানুগতিক ব্যবসা করেছে। ‘দেবদাস‘ও আশানুরূপ ব্যবসা এবং আলোচনা তৈরি করে। এটিই মৌসুমী ও অপু বিশ্বাস অভিনীত একমাত্র ছবি। শাকিব-পূর্ণিমা জুটির ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার‘ ছবিটিও ভালো ব্যবসা করেছে। ‘নিষ্পাপ মুন্না সাহারার সাথে শাকিবের আরেকটি সফল চলচ্চিত্র। বদিউল আলম খোকন পরিচালিত অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটি মুক্তি পায় ৩১ মে। সংশ্লিষ্টরা বলছেন, ছয় মাসের মধ্যে মুক্তিপ্রাপ্ত শাকিব অভিনীত সেরা ব্যবসাসফল এই ছবি এটি।
শাহিন সুমন পরিচালিত বাপ্পী-মাহি জুটির ‘অন্যরকম ভালোবাসা‘র একাধিক গান জনপ্রিয় হয়েছে। একই পরিচালকের ছবি ‘জটিল প্রেম‘-এর নায়কও বাপ্পি। ছবিটিতে আঁচল প্রাণবন্ত অভিনয় করলেও বাপ্পির অভিনয় নিয়ে কথা তুলেছেন সমালোচকরা। এদিকে ‘রোমিও ২০১৩‘ চলচ্চিত্রটি দিয়েও একধরণের আলোচনা তৈরি করতে সক্ষম হন বাপ্পি। গড়পরতা ব্যবসা করেছে ছবিটি। এছাড়া ‘প্রেম প্রেম পাগলামি‘ ছবি নিয়ে আবার আলোচনায় আসেন বাপ্পি-আঁচল জুটি।
গাজী মাহবুব পরিচালিত ‘শিরি ফরহাদ‘ ছবি নিয়ে আলোচনা তৈরি হলেও নির্মাণের দুর্বলতার কারণে দর্শক জয় করতে পারেননি রিয়াজ–শাবনূর জুটি।
২৫ জানুয়ারি ঢাকাসহ দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’। বেশ আলোচিত ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে, এর গানগুলো নিয়েও শ্রোতাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।
২২ ফেব্রুয়রি মুক্তি পাওয়া সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডপরিচালিত চলচ্চিত্র ‘অন্তর্ধান‘ও বোদ্ধামহলে আলোচিত হলেও মুক্তি পেয়েছিল মাত্র একটি প্রেক্ষাগৃহে। এতে অভিনয় করে ফেরদৌস ও নিপুণ আলোচনায় এসেছেন।
ইফতেখার চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘দেহরক্ষী‘ মুক্তি পায় ১২ এপ্রিল। ফ্যাটম্যান চলচ্চিত্রের প্রযোজনায় ছবিটির আইটেম গান নিয়েও বেশ আলোচনা তৈরি হয়। আনিসুর রহমান মিলন, কাজী মারুফ ও ববি অভিনীত ছবিটির ব্যবসায়িক সাফল্যও বেশ।
অর্ধ বছরের আরেকটি আলোচিত ও সমালোচিত ছবি ‘পোড়ামন‘। জাকির হোসেন রাজুর পরিচালনা এ ছবিতে অভিনয় করেছেন মাহি, সায়মন সাদিক ও মিলন। তবে ছবির গল্পটি নকল বলে অভিযোগ উঠেছে।
মুক্তিপ্রাপ্ত অন্য চলচ্চিত্রগুলো হলো ‘পাগল তোর জন্যরে’, ‘প্রেমের জন্য পৃথিবী’, ‘সীমানাহীন’, ‘আত্নঘাতক’, ‘হৃদয়ে ৭১’, ‘কষ্ট আমার দুনিয়া’, ‘সেই তুমি অনামিকা‘, ‘শিখন্ডীকথা’, ‘মাটির পিঞ্জিরা’, ‘এই তো ভালোবাসা‘, ‘ভালোবাসার বন্ধন‘ ও ‘তোমার মাঝে আমি’। এই চলচ্চিত্রগুলো ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হলেও শেষ পর্যন্ত সাফল্য পাননি নির্মাতারা। মানহীন গল্প, দুর্বল চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচনে ত্রুটি, বৈচিত্র্যহীনতা, চলচ্চিত্র পরিচালনায় অজ্ঞতা, বাজেট স্বল্পতাসহ বিভিন্ন কারণে ছবিগুলো দর্শকের গ্রহণযোগ্যতা পায়নি বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া মুক্তিপ্রাপ্ত অনেক ছবির বিরুদ্ধেও নকলের অভিযোগ উঠেছে। চলচ্চিত্র থেকে অশ্লীলতা বিদায় হলেও নকল গল্প আবারও দুর্দিন নিয়ে আসতে পারে আশঙ্কা করা হচ্ছে।
সুত্র: সমকাল