Select Page

বছরের শুরুতে হোঁচট, ‘শান’ স্থগিত

বছরের শুরুতে হোঁচট, ‘শান’ স্থগিত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিগগিরই চালু হতে পারে বিধিনিষেধ।

এমন আবহে ঘটা করে অনুষ্ঠান করে মুক্তি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই স্থগিত করা হলো এম রাহিম পরিচালিত এবং সিয়াম আহমেদ ও পূজা চেরীর আলোচিত চলচ্চিত্র ‘শান’।

করোনা পরিস্থিতি নেতিবাচক দিকে যাওয়ায় ৭ জানুয়ারি ছবিটির মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়া ছাড়া এটি আপাতত মুক্তি পাবে না। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।

এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

সব মিলিয়ে মন্দাভাব কাটিয়ে ঢালিউড নতুন বছরে চাঙ্গা হবে এমন আশা জাগলেও শুরুতে হোঁচট খেল।

গত কিছুদিন ধরে দেশে করোনার সংক্রমন আবারও বেড়ে চলেছে। এখনও পর্যন্ত ডেল্টার দাপট বেশি হলেও বিশেষজ্ঞরা আশংকা করছেন শিগগিরই বাড়তে পারে নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী।

এ দিকে করোনার কারণে নতুন করে বিধিনিষেধ আরোপ হয়েছে ভারতের একাধিক রাজ্যে, কোথাও কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হল। স্থগিত হয়েছে বড় বাজেটের অনেক সিনেমার মুক্তি।


মন্তব্য করুন