বন্ধ হয়ে গেছে ‘পূর্ণিমা’
বন্ধ হয়ে গেল রাজধানীর কাওরানবাজারে অবস্থিত পুরনো সিনেমা হল পূর্ণিমা। সম্প্রতি সিনেমা হলটি বন্ধ ঘোষণা করা হয়। আগামী বছর থেকে এখানে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হবে। ৩১ মার্চ সব স্টাফকে পুরো টাকা পরিশোধ করা হয়। এরই মধ্যে এ সিনেমা হলের পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এখন সিনেমা হলটি একেবারেই বন্ধ।
হল কর্তৃপক্ষের পক্ষে এ সিনেমা হলের ক্যাশিয়ার হাসেম আলী মানবজমিনকে বলেন, খুব কষ্ট হচ্ছে আজ। ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে ক্যাশের দায়িত্ব নিয়ে এখানে কাজ শুরু করেছিলাম। আর এ সিনেমা হল বন্ধ হয়ে গেল। ভাবতেই পারছি না। এখানে আর সিনেমা হল থাকবে না, নির্মাণ করা হবে বহুতল ভবন।
তিনি বলেন, ৩০ মার্চ বিকেলের শো চালানো হয়, তারপর থেকে সিনেমা হলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে ১৮তলা দুটি কমার্শিয়াল বিল্ডিং হবে। তবে এখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না। বন্ধ হওয়ার জন্য আমাদের হলের ডিস্ট্রিবিউটর দায়ী। সে হলের এ খারাপ অবস্থা করেছে। আমাদের সিনেমা হলটি একেবারেই পথে বসিয়ে দিয়েছে।
তিনি আরো জানান, যত টাকার টিকিট বিক্রি হতো, তা দিয়ে আমাদের স্টাফদের বেতন দেয়া সম্ভব হতো না। বাংলাদেশের আইন অনুযায়ী এখানে শপিংমল করলে সিনেপ্লেক্স রাখতে হতো। যেহেতু কমার্শিয়াল বিল্ডিং, তাই সেই চাপ নেই। তাই ধরেই নেয়া হচ্ছে এখানে নতুন করে আর কোনো সিনেমা হল তৈরি হবে না।