Select Page

‘বরবাদ’-এর বুকিং মানি নিয়ে যা শোনা যাচ্ছে

‘বরবাদ’-এর বুকিং মানি নিয়ে যা শোনা যাচ্ছে

বাংলাদেশে সিনেমার আয়-ব্যয়ের প্রকৃত হিসাব জানা আকাশকুসুম কল্পনা। অনলাইন বুকিং যাচাই করে কিছু তথ্য পাওয়া গেলেও সামগ্রিক হিসাব-নিকেশ থাকে অধরা। এর মাঝে বুকিং মানি অর্থাৎ অগ্রিম কত টাকা দিয়ে একজন প্রযোজক প্রেক্ষাগৃহে সিনেমা দেন তা নিয়েও জল্পনা-কল্পনা কম নয়; বিশেষ করে শাকিব খানের সিনেমা নিয়ে এ কথা বারবার আসে।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’ এ ঈদুল ফিতরে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ পাচ্ছে, তা চোখ বন্ধ করে বলা যায়। সম্প্রতি আলোচনায় এসেছে এ সিনেমার বুকিং মানি প্রসঙ্গ। সিনেমা হলপ্রতি কত টাকা বুকিং মানি নিচ্ছেন—এমন প্রশ্নে প্রযোজক শাহরিন আক্তার সুমি প্রথম আলোকে বলেন, ‘এখন সব সিনেমা হল থেকে তো একই অর্থ নেওয়ার সুযোগ নেই। কিছু হল ছোট, কিছু বড়। এ ছাড়া দীর্ঘ সময় সিনেমার ভালো ব্যবসা নেই। সেই কারণে আমরা নির্দিষ্ট একটা অঙ্ক ধরে ছোট-বড় হলগুলোর কাছ থেকে আলাদা বুকিং মানি নিচ্ছি।’

প্রযোজক বলেন, ‘আমরা বড় সিনেমা হলগুলোর কাছ থেকে সর্বোচ্চ ১৩ থেকে ১৫ লাখ টাকা বুকিং মানি নিচ্ছি।’

কেউ কেউ বলছেন বুকিং মানি থেকে সিনেমার ৫০ ভাগ লগ্নি আগেই উঠে গেছে। এ প্রসঙ্গে প্রযোজক জানান, সিনেমাটির বুকিং মানি দিয়ে বাজেটের অর্ধেক অর্থ উঠিয়ে আনা খুবই কঠিন। ‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা।

এদিকে হালে জমজমাট অবস্থানে থাকা সিনেমা বিষয়ক ফেসবুক গ্রুপ বাংলা মুভি রিভিউ জানাচ্ছে, খুলনার চিত্রালী সিনেমা হলে ৪ সপ্তাহের রেন্টালে রেকর্ড ১৩ লাখ টাকা বুকিং মানি নেয়া হয়েছে। কাঁচপুরের চাঁদমহল একই সময়ের জন্য ৯ লাখ টাকা দিয়েছে। এছাড়া ৫ লাখ টাকার নিচে বুকিং মানি নেই বলায় ওই পোস্টে নিচে তর্ক-বিতর্ক দেখা যাচ্ছে।

এর আগে প্রযোজনা সূত্রে জানা গিয়েছিল ‘তুফান’ সিনেমার বুকিং মানি সর্বোচ্চ ৭ থেকে ১২ লাখ টাকার কথা। এটাই ছিল সর্বোচ্চ। তবে সেই সময় কেউ কেউ ১৫ লাখ টাকা বুকিং মানির কথাও জানিয়েছিলেন। এ সম্পর্কে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো তথ্য পরে দেয়নি।


Leave a reply