বাঁকবদলের ঢালিউডে ২০২৩ সালের ছবিগুলো
সর্বশেষ কয়েক বছরের মাঝে ২০২২ সালে কিছু সাফল্যের দেখা পেয়েছে ঢালিউড। করোনার আগের কয়েক বছর বাঁকবদলের যে ধারা দেখা গিয়েছিল, তা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে ওই বছরে। তেমন কিছু সিনেমার খবর—
ব্ল্যাক ওয়ার
চলতি বছর সাতটি ফিল্মের ঘোষণা দিয়েছেন আরিফিন শুভ। প্রথমটি হলো ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’-এর সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, তাসকিন রহমানসহ অনেকে। কপ থ্রিলারধর্মী এই সিনেমার প্রযোজক পুলিশের প্রতিষ্ঠান।
আরিফিন শুভ অভিনীত অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকটি নির্মাণ করেছেন বলিউডের শ্যাম বেনেগাল। তবে ট্রেলার সমালোচিত হওয়ার পর বড় বাজেটের সিনেমাটি নিয়ে নতুন কোনো খবর নেই। এ ছাড়া পাইপলাইনে আছে এ নায়কের ‘নূর’ ও ‘ফুটবল ৭১’।
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন
মুহাম্মদ জাফর ইকবালের গল্প থেকে নির্মিত শিশুতোষ সিনেমা। যদিও রোমান্টিক অবতারে থাকছেন সিয়াম আহমেদ ও পরীমনি। এই জুটির দ্বিতীয় সিনেমাটি মুক্তি পাচ্ছে এই জানুয়ারিতে। সুন্দরবনের পাশাপাশি চমৎকার কিছু লোকেশনে তৈরি হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এই ছবি সরকারি অনুদানে নির্মিত।
ওরা ৭ জন
গত বছরের ডিসেম্বর মুক্তির কথা থাকলে খিজির হায়াত খানের ছবিটি আসতে পারে মার্চে। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে মুক্তিযুদ্ধের সিনেমাটির শুটিং হয়েছে। জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ ও খিজির হায়াত খানসহ বেশ কয়েকজনকে দেখা যাবে মূল চরিত্রে।
জেকে ১৯৭১
রণক্ষেত্র বা যুদ্ধে আটকা পড়া মানুষের বাইরে অন্য ধরনের মুক্তিযুদ্ধের সিনেমা ‘জেকে ১৯৭১’। ফাখরুল আরেফীন খানের এ সিনেমায় নেই কোনো বাঙালি চরিত্র। ফ্রান্সের ঘটনার আবহে সত্য কাহিনি অবলম্বনে লেখা এ্ই ছবির শুটিং হয়েছে কলকাতায়। অভিনেতারা প্রায় সবাই বিদেশি। মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেয়া শিশুদের চিকিৎসা তহবিলের দাবিতে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান উড়িয়ে দেয়ার হুমকি দেয় এক ফরাসি নাগরিক। সেই গল্প নিয়ে সিনেমাটি মুক্তিযুদ্ধের ভিন্নধর্মী গল্প হিসেবে চিহ্নিত হবে। প্রদর্শিত হয়েছে বিদেশের উৎসবে।
সাঁতাও
খন্দকার সুমনের এই সিনেমা মানুষ ও প্রকৃতির ভাঙ্গাগড়ার আখ্যান উঠে এসেছে সমান্তরালে। এরই মধ্যে সিনেমা একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে। দেশে প্রশংসিত হয়েছে ট্রেলার। অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক ও আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে।
আদিম
প্রথম সিনেমার সুবাদে যুবরাজ শামীম এখন বাংলাদেশের আন্তর্জাতিক মুখ। টঙ্গি রেল স্টেশনের আশপাশে থাকা একদল মানুষকে নিয়ে ‘আদিম’-এর গল্প। অভিনয়ও সেখানকার মানুষ। সিনেমাটি মস্কো আন্তর্জাতিক উৎসবে একাধিক বিভাগে পুরস্কার জিতেছে। অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের উৎসবে।
লিডার: আমিই বাংলাদেশ
২০২২ সালে দুটি ছবি মুক্তি পেয়েও একদম বাজে গেছে শাকিব খানের। সঙ্গে ছিল ব্যক্তিগত ঝুটঝামেলা। তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ এখন পর্যন্ত তার পুরোপুরি প্রস্তুত সিনেমা। সম্ভবত শবনম বুবলির সঙ্গে শেষ সিনেমা। তবে সেন্সর পেলেও সিনেমাটি নিয়ে প্রযোজনা সংস্থার তেমন কোনো তৎপরতা নেই।
শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এ ছাড়া ঘোষণায় আছে পুলিশের ছবি ‘শের খান’ ও অনুদানের ‘মায়া’। চলতি বছর ছবিগুলোর শুটিং শুরু হতে পারে।
অন্তর্জাল
আগের দুটি ছবি যথাক্রমে পুলিশ ও র্যাবের ব্যানারে মুক্তি পেলেও এবার আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় পর্দায় আসছেন দীপংকর দীপন। ‘অন্তর্জাল’-এর বিষয় সাইবার অপরাধ। এরই মধ্যে ঈদুল আজহায় মুক্তির ঘোষণা চলে এসেছে। অভিনয়ে আছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, বিদ্যা সিনহা মিমসহ অনেকে।
অন্যদিন
কামার আহমাদ সাইমনের হাইব্রিড ঘরানার ছবি। এরই মধ্যে বিশ্বের নামি কিছু উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসায় ভেসেছে। নির্মাতার ‘ওয়াটার ট্রিলজি’র তৃতীয় খণ্ডটি চলতি বছরে দেশে মুক্তি পেতে পারে।
কাজলরেখা
গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের প্রজেক্ট ‘কাজল রেখা’। প্রায় এক দশক আগে ঘোষণা দিয়েও গত বছর সরকারি অনুদানে শেষ করেছেন সিনেমাটি। ময়মনসিংহ গীতিকার অনেক গল্প পর্দায় উঠে এলেও এটি একদম আনকোরা। তবে যাত্রাপর্দায় এটি পরিচিত গল্প। কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী। প্রধান দুই চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা ও শরিফুল রাজ।
সুড়ঙ্গ
বছরের অন্যতম চমক হতে যাচ্ছে এ সিনেমা। প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হচ্ছেন আফরান নিশো। বিপরীতে থাকছেন তমা মির্জা ও পরিচালনায় রায়হান রাফী। সিনেমার ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, এরপর আসবে ওটিটি প্লাটফর্ম চরকিতে।
জয়া ও শারমিন
প্রথমবারের মতো বড়পর্দার জন্য অভিনয় করলেন মঞ্চের প্রতিভাবান অভিনেত্রী মহসিনা আক্তার। তার সঙ্গে আছেন জয়া আহসান। পিপলু আর খানের সিনেমাটি নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের।
মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে জয়া অভিনীত আরেকটি ছবি। নকশি কাথার জমিন। ঘাসফুল ও খাঁচার মতো প্রশংসিত সিনেমার পরিচালক আকরাম খানের এটি সাম্প্রতিক নির্মাণ।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ছবির তালিকায় আছে মাসুদ রানা, পেয়ারার সুবাস, রিকশাগার্ল, ক্যাসিনো, ময়ুরাক্ষী, নো ল্যান্ডস ম্যান, পাতালঘর, পায়ের তলায় মাটি নাই, মা, পাপ, প্রিয় সত্যজিৎ, চোখের দেখা ও রক্তজবা।
*এটি কোনো শীর্ষ তালিকা নয়। মুক্তি নিশ্চিত এমন খবরের ওপর ভিত্তি করে প্রস্তৃত।