বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে দেবের ‘কমান্ডো’, টিজার নিয়ে সমালোচনা
‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ, আর এই ১৬ কোটি মানুষই দেশের সুরক্ষায় একেকজন কমান্ডো। জয় বাংলা…’, সংলাপ অভিনেতা দেবের। বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে এক জঙ্গি সংগঠন। এক মিশনে তারা ধ্বংস করে দিতে চায় বাংলাকে। আর সেই জঙ্গি সংগঠনকে দমন করতেই ময়দানে নামেন সিক্রেট এজেন্ট দেব।
দেশ সুরক্ষার দায়ভার দেবের কাঁধে। এ রকমই এক রোমাঞ্চকর কাহিনি নিয়ে প্রকাশ্যে এল কলকাতার অভিনেতার প্রথম বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার।
দেব কথা দিয়েছিলেন জন্মদিনেই বাংলাদেশের অনুরাগীদের বিশেষ উপহার দেবেন। ভোলেননি। কথা রেখেছেন পশ্চিমবঙ্গের সাংসদ-অভিনেতা। বড়দিনে নিজের জন্মদিন উপলক্ষেই প্রকাশ্যে আনলেন তার নতুন ছবি প্রথম ঝলক। যেখানে দেবকে দেখা যাচ্ছে এক গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায়।
‘কমান্ডো’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী।
পুরোপুরি বাংলাদেশের এক প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার ব্যানারেই তৈরি হয়েছে ‘কমান্ডো’। কলকাতা-সহ নারায়ণগঞ্জ, চাঁদপুর, ঢাকা এবং বান্দরবানের মতো বাংলাদেশের একাধিক জায়গায় শুটিং হয়েছে। শুটিং হয়েছে দুবাইয়েও। উল্লেখ্য, টিজারে দেব ছাড়াও একাধিক টলিউড অভিনেতাকে দেখা গেল- সুদীপ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়। যারা দুজনেই এখানে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়ও।
এ দিকে টিজারের প্রশংসায় অনেকে মেতে উঠলেও সমালোচনা কম হচ্ছে না। বিশেষ করে কালেমা উদ্ধৃত করা পতাকা অনেকের অনুভূতিতে আঘাত হেনেছে। এ ছাড়া টুপি-দাড়ি নিয়ে ‘টিপিক্যাল ধর্মীয় ভীতি’ ছড়িয়েছে এ টিজার। কেন না সাম্প্রতিক অতীতে জঙ্গিবাদের ঘটনায় বেশভূষা ঠিক বিপরীতই ছিল। বা এর আখ্যানগুলো এখনো স্পষ্ট নয়। বাংলাদেশ বরাবরই আন্তর্জাতিক সক্রিয়তা অস্বীকার করে আসছে। এ ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে জঙ্গিবাদ এখনো এতটাই রহস্যময় যে, একে ঠিকঠাক চিহ্নিত করাও মুশকিল হিসেবে দেখছেন অনেকে। সে জায়গায় ভারতীয় চোখে দেখা জঙ্গিবাদকে বাংলাদেশের সিনেমায় নিয়ে আসায় নাখোশ অনেকেই। এর পেছনে তারা ধর্মীয় বিদ্বেষ দেখছেন।
https://www.youtube.com/watch?fbclid=IwAR1uvgFpYrK8BLzfWbWDdUboTb0m8hW3nWvcLmMh_A9F-YzECi0yV5eYrJk&v=PYr7ujRV9yc&feature=youtu.be