বাংলাদেশে বিনিয়োগ করবে ভারতের ইউনাইটেড মিডিয়াওয়ার্কস
বাংলাদেশের সিনেমা হলগুলোকে ডিজিটাইজড করতে বিনিয়োগ করবে ভারতের ইউনাইটেড মিডিয়াওয়ার্কস। দেশের সর্ববৃহৎ চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা।
দেশের সিনেমা হলগুলোর আধুনিকায়ন করতে প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি অন্যান্য সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে প্রযুক্তি সরবরাহের বিনিময়ে, হলগুলোকে স্ক্রীনের বিজ্ঞাপনের স্বত্ব ছেড়ে দিতে হবে। চুক্তি অনুযায়ী ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ২৫৬টি স্ক্রীনে ডিজিটাল প্রযুক্তি সংযুক্ত করেছে।
ইকোনোমিক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে, ইউনাইটেড মিডিয়াওয়ার্কস এর যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক আশীষ ভান্ডারি বলেন, “বাংলাদেশে প্রায় ৮০০টি সিনেমা স্ক্রীন রয়েছে, যার অধিকাংশই সেকেলে এবং দ্রুত সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে”।
তিনি বলেন, “হলগুলোর উন্নয়নে কাজ করতে আমরা জাজ-ইস্কাই মাল্টিমিডিয়ার সাথে চুক্তি করেছি। আমাদের সহযোগিতায়, তারা ২৫৬টি স্ক্রীনে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে”।
ভান্ডারি বলেন, “দ্বিতীয় পর্যায়ে আমরা ১০০টির বেশি স্ক্রীনের উন্নয়নে কাজ করব। এবং আমাদের পরিকলনা অনুযায়ী আগামী ১ বছরের মধ্যে ৫০০টি স্ক্রীনে ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হবে। আমরা এখন আমাদের সেবাগুলো মানুষের কাছে তুলে ধরছি। তিন মাসের মধ্যে, আমরা বিজ্ঞাপন পেতে শুরু করব। পরের বছর থেকে, আমরা মোটা অংকের মুনাফা তুলতে সমর্থ হব বলে আশা করছি”।