Select Page

বাংলাদেশ ছাড়াই ‘ইয়েতি অভিযান’, জাজের রহস্যময় নীরবতা (ভিডিও)

বাংলাদেশ ছাড়াই ‘ইয়েতি অভিযান’, জাজের রহস্যময় নীরবতা (ভিডিও)

যৌথ প্রযোজনার ছবিতে বাংলাদেশ বরাবরই অবহেলিত, এরই জ্বলন্ত উদাহরণ ‘ইয়েতি অভিযান’র ট্রেলার। প্রায় তিন মিনিটের ট্রেলারে এক সেকেন্ডের জন্য বাংলাদেশের ফেরদৌসকে স্পষ্ট দেখা গেলেও বিদ্যা সিনহা মিমকে খুঁজতে গেলে ভিডিওটি পজ করে করেই দেখতে হবে। তাও না মিলতেই পারে।

এছাড়া ছবিটিতে বাংলাদেশের আর কোনও শিল্পী-কুশলী নেই, ট্রেলার সেটিই ঈঙ্গিত করছে। সাধেই কি যৌথ প্রতারণার বিতর্ক উঠে!

ফেরদৌস ও মিমের কেবল নামোল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদ বিবরণীতে। এ ছাড়া আর একজনও নেই যিনি বাংলাদেশি। ছবিটির নির্মাতা, গীতিকার, সুরকার, গায়ক-গায়িকা, রূপসজ্জাকর, সংলাপ রচয়িতা, সহকারি পরিচালক, এডিটর প্রভৃতি ভূমিকার সবাই ভারতীয়ই।

মিম ছবিটির শুটিং চলাকালে বেশ উচ্ছ্বাসের সাথে দেশের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। ট্রেলারে মিমকে খুঁজে না পেয়ে বেশ সমালোচনা করছেন তার ভক্তরা। বলছেন, মিমরা ওই দেশের ছবি করতে অনেক ঢাক-ঢোল পিটিয়ে যান, কিন্তু দিনশেষে ছবিতে তাদের চরিত্রের গুরুত্ব অনেক কম থাকে।

এমনকি শ্রী ভেঙ্কটেশের সঙ্গে যৌথভাবে জাজ মাল্টিমিডিয়াও যে এটি প্রযোজনা করেছে তেমনটিও উল্লেখ নেই বিবরণীতে। বিস্ময়কর তথ্য হলো, এটি যে যৌথ প্রযোজনার ছবি, সেটিও বোঝার উপায় নেই।

এদিকে সাধারণত একইদিনে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান ট্রেলার উন্মুক্ত করলেও এবার ঘটেছে ব্যতিক্রম। জাজ মাল্টিমিডিয়া এখনও এর ট্রেলার ছাড়েনি। এমনকি এর আগে দুটি পোস্টার প্রকাশ হলেও জাজ নীরব! পুরো বিষয়টিই রহস্যজনক ঠেকছে।

‘ইয়েতি অভিযান’ মুক্তি পাবে দুর্গা পূজা উপলক্ষে।


Leave a reply