বাণিজ্যিক ছবির ভাষা বুঝে দর্শকের পাওনা মেটাতেন এফ আই মানিক
এফ আই মানিক দেশীয় বাণিজ্যিক ছবির সফল পরিচালক। তার ব্যবসাসফল ছবি যেমন আছে তেমনি আছে পরিচালক হিশাবে নিজের সুনাম। বাণিজ্যিক ছবির ভাষা বুঝে যারা দর্শককে তাদের পাওনা মেটাতেন তিনি তাদের একজন।
বাণিজ্যিক ছবির মাস্টারমেকার খ্যাত এ জে মিন্টু-র সহকারী ছিলেন তিনি। তাই বাণিজ্যিক ছবির ভাষা খুব পোক্তভাবে আয়ত্ত করেছিলেন।
প্রথম ছবি ‘বিস্ফোরণ।’
তাঁর উল্লেখযোগ্য ছবি – বীর সন্তান, প্রেম লড়াই, বিশাল আক্রমণ, এ বাঁধন যাবে না ছিঁড়ে, ফুল নেবো না অশ্রু নেব, সুলতান, স্বপ্নের বাসর, হৃদয়ের বন্ধন, স্বামী স্ত্রীর যুদ্ধ, লাল দরিয়া, ভাইয়া, স্ত্রীর মর্যাদা, দুই বধূ এক স্বামী, বাবা, মান্নাভাই, রণাঙ্গন, চাচ্চু, দাদীমা, বিয়ের প্রস্তাব, পিতা মাতার আমানত, যদি বউ সাজো গো, আমাদের ছোট সাহেব, মায়ের হাতে বেহেশতের চাবি, আমার স্বপ্ন আমার সংসার।
আমিন খানের ক্যারিয়ারে সবচেয়ে স্টাইলিশ অ্যাকশন ছবি ‘বীর সন্তান।’ পরিচালক এফ আই মানিক। রাজতন্ত্রের স্বেচ্ছাচারের বিরুদ্ধে গণবিক্ষোভের ছবি ছিল। আমিন খান লর্ডদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ছবির প্রতীকী গুরুত্ব ছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বাংলা ভাষাভাষী মানুষের প্রতিবাদ। আমিন খানের গেটআপ এই ছবিতে যেমন স্টাইলিশ ছিল আর কোনো ছবিতে দেখা যায়নি। আমিন খানকে ‘হৃদয়ের বন্ধন’ ছবিতেও শাবনূর, রিয়াজ থাকার পরেও বিশেষভাবে অভিনয়শক্তির প্রমাণ দেখাতে পেরেছিলেন। তার অভিনীত ছবির মধ্যে এটি অভিনয়ের দক্ষতায় অনায়াসে প্রথম কাতারের।
রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা ঘরানার ছবি নির্মাণে তাঁর দক্ষতা ছিল। যেমন – এ বাঁধন যাবে না ছিঁড়ে, স্বামী-স্ত্রীর যুদ্ধ, ফুল নেব না অশ্রু নেব, স্বপ্নের বাসর, হৃদয়ের বন্ধন, ভাইয়া, দাদী মা, চাচ্চু, দুই বধূ এক স্বামী, বিয়ের প্রস্তাব, পিতামাতার আমানত, আমার স্বপ্ন আমার সংসার। এগুলোর মধ্যে সুপারহিট ছবি যেমন আছে দর্শকপ্রিয় ছবিও আছে।
অ্যাকশন ছবিতেও তিনি দারুণ নির্মাতা। ‘বীর সন্তান, বিশাল আক্রমণ, সুলতান, রণাঙ্গন, লাল দরিয়া’ ছবিগুলো এনজয়অ্যাবল অ্যাকশনে।
মৌসুমী ও শাবনূরকে পর্দায় প্রথম আনেন পরিচালক এফ আই মানিক। তাঁর এ কৃতিত্ব নিয়ে তখনকার পত্রিকায় বেশ লেখালেখি হয়েছিল। এমনকি শাবনূরকেও মান্নার বিপরীতে প্রথম কাস্ট করা হয় তাঁর ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’ ছবিতে। এ ছবিটাও আলোচিত ছিল জুটির মতোই। লেখালেখি হয়েছিল বেশ।
মান্না তাঁর পছন্দের শিল্পী ছিল। তাঁর বেশকিছু ছবিতে মান্নাকে দেখা গেছে। মান্নাকে নিয়ে তার নামেই ছবি করতে দেখা গেছে যেমন – মান্নাভাই। পূর্বেও হয়েছে এ ধরনের ছবি যেমন – রুবেল আমার নাম।
শাকিব খানের ‘যদি বউ সাজো গো’ ও ‘আমাদের ছোট সাহেব’ ছবি দুটি এফ আই মানিকের পরিচালনায় একই দিনে মুক্তি পেয়েছিল।
এফ আই মানিকের ছবির কিছু জনপ্রিয় গান আছে –
* বিধি তুমি বলে দাও – ফুল নেব না অশ্রু নেব
* আমার হৃদয় একটা আয়না – ফুল নেব না অশ্রু নেব
* দুধে আলতা বদন তোমার – ফুল নেব না অশ্রু নেব
* সোহাগে আদরে বেঁধেছ আমারে – এ বাঁধন যাবে না ছিঁড়ে
* ভালোবাসি এ কথাটি হয়নি বলা – স্বামী স্ত্রীর যুদ্ধ
* তুমি আমার ভালোবাসা – হৃদয়ের বন্ধন
* সে আমার ভালোবাসার আয়না – লাল দরিয়া
* বুকের ভিতরে প্রেমেরই ঘণ্টা বাজে – লাল দরিয়া
* তুমি যার ছবি এঁকেছ – ভাইয়া
* ওরে চোখ কেন কেঁদে যাস – বিয়ের প্রস্তাব
ডিজিটাল ছবির প্রযুক্তিগত সুবিধা বাড়লেও বাণিজ্যিক ছবির ভাষা এখনো কিছু নির্মাতা বোঝে না তাদের জন্য একজন এফ আই মানিক শিক্ষণীয় নির্মাতা।