Select Page

বাপ্পীর বিরুদ্ধে সিদ্ধান্ত

বাপ্পীর বিরুদ্ধে সিদ্ধান্ত

এক বছর আগে বাপ্পী চৌধুরীকে ‘গোপন সংকেত’ ছবিতে চুক্তিবদ্ধ করেন পরিচালক তাজুল ইসলাম। শুরুতে বাপ্পীর বিপরীতে ছিলেন নবাগতা রাফিয়া তিশা। বাপ্পীর আগ্রহে তিশাকে বাদ দিয়ে নেওয়া হয় আলভিরা ইমুকে। দুই দিন শুটিংও হয়। এর পর থেকেই শিডিউল নিয়ে শুরু হয় টালবাহানা। বাপ্পীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক। ফেরত চান চুক্তিবদ্ধ হওয়ার সময় নেওয়া পাঁচ লাখ টাকা। কিন্তু টাকা ফেরত দেননি বাপ্পী।

পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন তাজুল। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি সমিতিতে বৈঠক হয়। সমিতির যুগ্ম মহাসচিব শাহিন সুমন কালের কণ্ঠকে বলেন, ‘বাপ্পী অন্যায় করেছেন। আমরা তাঁকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে টাকা না দিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। ’

এদিকে শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে পরিচালক সমিতির নেতারা বারবার বাপ্পীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাননি। পরে বাপ্পীর শুটিং স্পটে উপস্থিত হলে অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে খবরটি আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেননি।


Leave a reply