বায়োপিকের ঘোষণা দিলেন সাকিব আল হাসান
সাকিব আল হাসানের এক সাক্ষাৎকার নিয়ে চলছে তোলপাড়। এর আগে নিজের বায়োপিকের ঘোষণা দিয়ে সিনেপ্রেমীদের মাঝে আলোড়ন তোলেন।
এমন একটি বায়াপিক অনেক দিন ধরে প্রত্যাশিতই ছিল। সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সে উচ্চতায় পৌঁছাতে গিয়ে তাকে নিয়ে নানা সময়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। মুখোমুখি হতে হয়েছে নিষেধাজ্ঞার।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক পত্রিকা ক্রিকফ্রেঞ্চির এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, তার বায়োপিক হচ্ছে। আর তার গল্প লেখার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা মহামারীর কারণে আপাতত কাজটি বন্ধ রয়েছে। কিন্তু খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
৩৪ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘বেশ অনেক দূর এগিয়ে গিয়েছিল (বায়োপিক) কাজ, কিন্তু করোনার জন্য সবই আটকে গেছে। এটা বেশ ভালো অবস্থায় ছিল, গল্পও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, খুব তাড়াতাড়ি শুরু হবে এমন একটা অবস্থায় ছিল। আশা করি যে জায়গায় আমরা থেমে গিয়েছিলাম সেখান থেকেই শুরু করতে পারব।’
তবে কে পরিচালনা করবেন, কে হবেন ‘সাকিব আল হাসান’ কিংবা ‘শিশির’- এ ব্যাপারে কিছুই বলেননি তিনি।
সাকিব আল হাসানের এ ঘোষণার পর শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। চলচ্চিত্রপ্রেমীরা নিজেদের মত করে সাজিয়ে নিচ্ছেন কাস্টিং। চেহারা মিলের কারণে অধিকাংশের মত ইয়াশ রোহান ও মেহজাবীনকে প্রধান চরিত্রে নেওয়া হোক।
এদিকে মজার কাণ্ড করেছে স্যাটায়ারধর্মী অনলাইন ইয়ার্কি ডটকম। এক পোস্টে তারা বলছে, শাকিব-জয়ার ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ কি সাকিবের বায়োপিক ছিল না?
সে যাই হোক, ঘোষণায় যখন এত হইচই মুক্তির পরও নিশ্চয় ততধিক হইচই হবে। হয়তো একই ধারায় আসবে মাশরাফি, তামিম কিংবা তাদের পূর্বসুরীদের বায়োপিক।