Select Page

বিউটি সার্কাসের সঙ্গে ‘চিরকুট’

বিউটি সার্কাসের সঙ্গে ‘চিরকুট’

মাহমুদ দিদার পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’-এর সঙ্গে যুক্ত হলো দেশের অন্যতম ব্যান্ড চিরকুট। এই চলচ্চিত্রের শিরোনাম গানটি করছে ব্যান্ডটির সদস্যরা।

নির্মাতা মাহমুদ দিদার বাংলা ট্রিবিউনকে বললেন, “চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকটির জন্য ‘চিরকুট’কেই বেছে নিয়েছি। ইতোমধ্যে গানের কথা চূড়ান্ত হয়েছে। সুরারোপের কাজ চলছে। ঈদের পর রেকর্ড করা হবে। গানটি তৈরি হলেই এর দৃশ্যায়নের কাজ করবো।”

এদিকে চিরকুটের পক্ষ থেকে শারমিন সুলতানা সুমি বলেন, ‘গান করার আগে সিনেমার গল্পটা শুনেছি, কিছু দৃশ্যও দেখেছি। ঘুরে দাঁড়ানোর গল্প, শক্তির গল্প, সাহসের গল্প- যেটা খুবই যায় আমাদের সঙ্গে। জয়া আহসান তো শক্তিমান অভিনেত্রী। খুব কালারফুল লেগেছে ছবিটা। শুধু বিনোদনের জন্য বিনোদন না, মানুষ অনেক শক্তি পাবে, সাহস পাবে চলচ্চিত্রটি দেখে। আমাদের গানটিও সে অনুযায়ী করার চেষ্টা করছি।’

সম্পাদনার কাজের পাশাপাশি শিরোনাম গানটির জন্য নতুন করে কিছু দৃশ্যায়ন শেষে চলতি বছরেই মুক্তি দেবেন চলচ্চিত্রটি— এমনটা জানালেন নির্মাতা।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘বিউটি সার্কাস’-এর শুটিং। নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে জয়া সেজেছেন সার্কাসকন্যা বিউটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ ও এবিএম সুমন।

সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।

সর্বশেষ ‘ডুব’ সিনেমার জন্য গান তৈরি করে চিরকুট। ‘আহারে’ শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা পায়।


মন্তব্য করুন