‘বিজলী’র প্রিমিয়ার, সঙ্গে আলোচিত পাঁচ ছবি
জিটিভির ঈদুল আজহার অনুষ্ঠানে থাকছে বাংলা ছবি নিয়ে আয়োজন ‘ঈদ স্পেশাল ব্লকবাস্টার মুভিজ’। ২১ জুলাই থেকে প্রতিদিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে জনপ্রিয় ছবি।
আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত বাংলা ছায়াছবি ‘ঢাকা অ্যাটাক’ প্রচার হবে ঈদের দিন। পরিচালনা করেছেন দীপংকর দীপন। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, তাসকিন রহমান, নওশাবা, আফজাল হোসেন, আলমগীর ও হাসান ইমাম প্রমুখ।
পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ অভিনীত সরকারি অনুদানের ছবি ‘ভূবন মাঝি’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন। ফাখরুল আরেফিন খানের পরিচালনায় আরও অভিনয় করেছেনমাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার প্রমুখ।
এরপর দিন থাকছে শহীদুজ্জামান সেলিম ও অপর্ণা ঘোষ অভিনীত সরকারি অনুদানের আরে ছবি ‘মেঘমল্লার’। পরিচালনা করেছেন জাহিদুর রহিম অঞ্জন। আরও আছেন মারজান হোসাইন জারা, জয়ন্ত চট্টোপাধ্যায়, আসিফ মাহমুদ অদিতি, মোস্তাফিজ শাহীন, আদনান সোবহান ইভান, গাজী মাহতাব হাসান, আমিনুর রহমান মুকুল প্রমুখ।
ববি অভিনীত ও প্রযোজিত এবং ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন। নায়িকা সঙ্গে আছেন ইলিয়াস কাঞ্চন, কলকাতার শতাব্দী রায় ও রণভীর প্রমুখ।
পঞ্চম দিন থাকছে শাকিব খান ও আফসানা আরা বিন্দু অভিনীত বাংলা ছায়াছবি ‘এইতো প্রেম’। সোহেল আরমানের পরিচালনায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, আফরোজা বানু, লায়লা হাসান, সিরাজ হায়দার, মাসুম আজিজ,নিপুণ প্রমুখ।
পরী মনি ও ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন। পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। আরও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের প্রমুখ।