বিজয়ের মাসে দেখুন ১৬ ছবি
# বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হবে ১৬ ছবি
# সবগুলো সিনেমায় সাম্প্রতিককালে নির্মিত। এর মধ্যে সবচেয়ে পুরনো হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’
# অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা
# জেনে নিন পুরো তালিকা
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে চ্যানেল আইয়ের আয়োজনে থাকবে ১৬টি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। প্রচার হবে ১ ডিসেম্বর থেকে প্রতিদিন বিকাল ৩টা ৫ মিনিটে। আর শুধু বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে।
এ ধারাবাহিকতায় প্রথম দিন প্রচার হবে ‘টু বি কন্টিনিউড’। পূর্ণিমা, তাহসান অভিনীত ছবিটি পরিচালনায় রয়েছেন ইফতেখার আহমেদ ফাহমি। ‘৭১–এর মা জননী’ ছবিতে অভিনয় করেছেন নিপুণ ও আগুন, পরিচালনায় শাহ আল কিরণ। হুমায়ূন আহমেদ নির্মিত ‘আগুনের পরশমণি’ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। রোববার প্রচার নির্ধারিত তাহের শিপনের পরিচালনায় ‘৭১–এর নিশান’ ছবিতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠুকে।
ফেরদৌস, মৌসুমী অভিনীত ‘ধ্রুবতারা’ পরিচালনায় রয়েছেন চাষী নজরুল ইসলাম। ‘পোস্ট মাস্টার ৭১’ ছবিটি পরিচালনা করেছেন আবীর খান ও শামীম। এ ছবিতেও অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী। সোমবার প্রচার নির্ধারিত মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘লাল সবুজের সুর’ ছবিতে দেখা যাবে মৌসুমী, ওমর সানীকে। হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’তে অভিনয় করেছেন রিয়াজ, শাওন, হুমায়ুন ফরীদি, আবুল হায়াত প্রমুখ। মঙ্গলবার প্রচার নির্ধারিত রাবেয়া খাতুনের গল্পে ‘মেঘের পরে মেঘ’ ছবিতে দেখা যাবে রিয়াজ, পূর্ণিমা, মাহফুজকে। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ ছবিতে অভিনয় করেছেন মাহফুজ, শিমলা প্রমুখ।
বুধবার প্রচার নির্ধারিত ‘জয়যাত্রা’ পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এ ছবিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি প্রমুখ। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, হুমায়রা হিমু প্রমুখ। পরিচালনায় মোরশেদুল ইসলাম। বৃহস্পতিবার প্রচার নির্ধারিত শায়লা, মাসুদ আখন্দ অভিনীত ‘পিতা’ ছবিটি পরিচালনায় রয়েছেন মাসুদ আখন্দ।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, শম্পা রেজা, এটিএম শামসুজ্জামান প্রমুখ। শুক্রবার প্রচার নির্ধারিত ‘কারিগর’ ছবিটি পরিচালনা করেছেন আনোয়ার শাহাদাত। এ ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রাণী সরকার প্রমুখ। ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত ‘অমি ও আইসক্রিমঅলা’ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আগুন, পাপিয়া, মিছিল প্রমুখ। পরিচালনায় সুমন ধর।