Select Page

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘মিস্টার বাংলাদেশ’

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘মিস্টার বাংলাদেশ’

# বিনা কর্তনে ছাড়পত্র মিস্টার বাংলাদেশ
# খবরটি উৎসর্গ করা হয়েছে ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে
# আর ছবিটি উৎসর্গ করা হয়েছে হলি আর্টিসান হামলার ভিকটিমকে উদ্দেশ্য
# এক সাংবাদিকের জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে
# মূল চরিত্রে অভিনয় করেছেন খিজির হায়াত খান

দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’। শুটিংয়ের মধ্যেই আলোচনায় আসা সিনেমাটি সেন্সর সনদ লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে খবরটি জানান সিনেমাটির অভিনেতা ও প্রযোজক খিজির হায়াত খান।

সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণায় তিনি বলেন, বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মিস্টার বাংলাদেশ’। খবরটি উৎসর্গ করা হলো সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুকে।

তিনি আগেই জানিয়েছিলেন, ‘মিস্টার বাংলাদেশ’ উৎসর্গ করা হয়েছে হলি আর্টিসান হামলার ভিকটিমদের উদ্দেশ্যে।

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির নির্দেশনা দিচ্ছেন আবু আকতারুল ইমান। এটাই তার প্রথম সিনেমা। ‘মিস্টার বাংলাদেশ’ দিয়েই বড় পর্দায় আসছেন শানেরায় দেবী শানু। আর এতে মূল চরিত্রে থাকছেন ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান।

ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন টাইগার রবি। শুধু তাই নয় এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে ইউটিউব সেলিব্রিটি সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের।


Leave a reply