Select Page

বিমানবন্দর থেকে বাড়িতেই ফিরতে হলো রিয়াজকে

বিমানবন্দর থেকে বাড়িতেই ফিরতে হলো রিয়াজকে

চেয়েছিলেন যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজে চেপে বসতে, কিন্তু চিত্রনায়ক রিয়াজকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হলো। জানা গেছে, বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

রিয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র সংবাদমাধ্যমকে জানায়, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। রিয়াজ বিকালে বিমানবন্দরে আসেন। সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ আন্দোলনে শতশত মানুষ নিহত হলেও আওয়ামীপন্থীদের বড় একটি অংশ সরকারের সপক্ষে বিভিন্ন ধরনের প্রচারণায় অংশ নেন। শেখ হাসিনা পালানোর পর দলটির বড় কয়েকজন নেতাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

রিয়াজের আওয়ামী লীগে কোনো পদ না থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামীমনা শিল্পীদের অনুষ্ঠানে তাকে সরব ভূমিকায় দেখা যায়। বিশেষ করে নির্বাচনী প্রচারণায় গিয়ে চট্টগ্রামকে ইউরোপের সঙ্গে তুলনা করে তোপ ও বিদ্রূপের মুখে পড়েন তিনি। সর্বশেষ বিটিভিতে গিয়ে কান্না নিয়ে আলোচনায় আসেন এক সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ।


মন্তব্য করুন