বিয়ে ও মা-বাবা হওয়ার ঘোষণা দিলেন পরীমনি ও রাজ
সোমবার বিয়ে ও মা-বাবা হওয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিলেন পরীমনি ও শরিফুল রাজ। কয়েক মাস আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজের সূত্রে জুটিবদ্ধ হন তারা।
এ দিন গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ। সেখানে লেখেন, অভিনন্দন রাজ, ধন্যবাদ পরী।
১১ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন পরীমণি ও রাজ। এর মাত্র পাঁচ দিনের মাথায় তারা বিয়ে করেন।
এ বিষয়ে রাজ বলেন, ‘শুটিং চলাকালীন একটা গ্যাপ আমরা পেয়েছিলাম। তখনই পারিবারিকভাবে বিয়ে করি।’
এরপর ২৮ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। সেদিনও রাজ ও পরীকে বেশ ঘনিষ্ঠভাবে নাচতে দেখা গিয়েছিল।
পরীমনি জানান, গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘গুনিন’-এর সেটে তাদের পরিচয় ও প্রেম। শুটিং করতে গিয়ে এক অন্য রকম রাজকে আবিষ্কার করেন তিনি। তারপর তাঁদের প্রেম গড়ায় পরিণয়ে। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছিলেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই।
বিষয়টি নিয়ে সেলিম বলেন, ‘কয়েক দিন আগে পরী-রাজ আমার কাছে এসে মিষ্টি খাইয়ে ঘটনাটি জানায়। তখন আমি তাদের অভিনন্দন জানাই।’
পিতৃত্বের খবর প্রসঙ্গে শরিফুল রাজ বলেন, ‘খবরটা জেনে কী পরিমাণ খুশি হয়েছি, বলে বোঝাতে পারব না। আই অ্যাম প্রাউড অব হার।’ জীবনসঙ্গী হিসেবে পরীমনি কেমন, জানতে চাইলে তিনি বলেন, ‘সে কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও না। ভাবছি, দুজনের কবরটাও একসঙ্গে হবে।’
পরীমনি বলেন, ‘আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে। মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি, মনে হচ্ছিল, আমি যেন উড়ছিলাম। ভাবছিলাম, আল্লাহ রে, দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল। মনে হয়েছে, বিশাল পাখা হয়ে গেছে আমার। আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার।’
পরীমনি জানান, চিকিৎসক তাকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আগামী দেড় বছর একদম ছুটি। বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’
এ দিকে একই দিন এই খবরের ঢামাডোলে ‘গুনিন’ ছবির ফার্স্টলুক শেয়ার করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ ছবিতে নুসরাত ফারিয়ার অভিনয়ের কথা ছিল শুরুতে, পরে পিছিয়ে গেলে শিডিউল মেলাতে না পারায় ছেড়ে দেন এ অভিনেত্রী।