Select Page

বুসান উৎসবে বিচারক ফারুকী

বুসান উৎসবে বিচারক ফারুকী

Mostofa-Sarwar-Farooki

৬ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়ান বুসান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। আর এ উৎসবের ২১তম আসরে বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

পৃথক দুটি পুরস্কারজয়ী ছবি নির্বাচনে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।

বুসান উৎসব ওয়েবসাইটে বিচারকদের নামসহ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানো জানানো হয়েছে, সেরা এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সেরা কোরিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করার দায়িত্বে থাকছেন ফারুকী। আরো রয়েছেন মিউনিখ উৎসবের প্রোগ্রামার বার্নহার্ড কার্ল ও কোরিয়ান চলচ্চিত্র সমালোচক নাম দা ইউন।

এবারই প্রথম বুসানে বাংলাদেশের কোনো নির্মাতা বিচারক হিসেবে নির্বাচিত হলেন। ৯ অক্টোবর উৎসবে অংশ নিতে দেশ ছাড়বেন ফারুকী।

এদিকে উৎসবের এক্সটার্নাল জুরি হিসেবে নেটপ্যাক থেকে আছেন বাংলাদেশের আরেক নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব।


Leave a reply