বুসান চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর শুরু হচ্ছে আগামী ৪ অক্টোবর। এবারের এই উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ইতি, তোমারই ঢাকা। যার ইংরেজি নামকরণ করা হয়েছে সিনসিয়ারলি ইয়োরস, ঢাকা। ছবিটি বুসান চলচ্চিত্র উৎসবের ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হবে। খবর প্রথম আলো।
ছবিটির নির্বাহী প্রযোজক নির্মাতা আবু শাহেদ ইমন বলেন, ‘এত বড় একটা উৎসবে যাচ্ছে আমাদের তরুণ নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রটি; আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ।’
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোট ১১ জন তরুণ পরিচালক। তারা হলেন আব্দুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী।
ছবিটির মহরত করা হয় এ বছরের ১২ এপ্রিল। তারপর থেকেই নির্মাতারা ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং শুরু করেন। ইতি, তোমারই ঢাকা চলচ্চিত্রের মূল বিষয় ধরা হয়েছিল রাজধানী ঢাকা।
জানা গেছে, ইতিমধ্যেই ছবিটির পুরো কাজ শেষ করে সেন্সরে দেওয়ার প্রস্তুতি চলছে। সেন্সর হয়ে গেলে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। তার আগেই এশিয়া মহাদেশের অন্যতম আন্তর্জাতিক উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছবিটি।
এই উৎসব ৪ অক্টোবর শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। উৎসবের ২৩ তম আসরে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।