‘বেপরোয়া’র প্রযোজক কে? মুক্তি পাচ্ছে একটি হলে!
এখন অবশ্যই অনেকে জানেন, জাজ মাল্টিমিডিয়ার নামে মুক্তি পাওয়া সাম্প্রতিক সিনেমাগুলোর প্রযোজক অন্য কেউ, আব্দুল আজিজ নয়। অন্তত কাগজে-কলমে।
কিছুদিন আগে তো জাতীয় পুরস্কারের আসরে ‘নিয়তি’ তেমন একটা কাণ্ড ঘটে ;গেল। এবার জানা গেল, ‘বেপরোয়া’র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ নয়, এমনকি প্রযোজক অন্য কেউ।
জাজের ফেসবুকে পেজে শেয়ার করা হয়েছে ‘বেপরোয়া’র সেন্সর সনদ ও ঈদুল আজহায় মুক্তির অনুমতিপত্র। সেখানে দেখা যায়, সিনেমাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আলিমউল্যাহ (এ নামের জাজের একজন কর্মকর্তাও আছে)। আর প্রযোজনা করেছে মেসার্স অপরাজিতা এন্টারপ্রাইজ।
অবশ্য আগের বছরের তালিকায়ও দেখা যায় জাজের নামে প্রচারিত সিনেমাগুলোর প্রযোজক অন্য কেউ। এটা নিয়ে বাজারে চালু আছে, জাজ অন্যের লগ্নির দেশাশোনার মাধ্যমে সিনেমাগুলোর আয়ের একটা অংশ পেয়ে থাকে।
আবার কারো মতে, প্রযোজক সমিতি কেন্দ্রিক ক্ষমতার ভারসাম্যের জন্য অন্য প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে। তবে মেসার্স অপরাজিতা এন্টারপ্রাইজ তেমন কোনো প্রতিষ্ঠান কি-না জানা যায়নি।
এদিকে মাসখানেক ধরে বেশ ঢাকঢোল পেটালেও জাজ জানাচ্ছে মাত্র একটি হলে মুক্তি পাবে রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’।
ফেসবুক পেজে লেখা হয়, ‘আজ (সোমবার) সেন্সর হল এবং প্রযোজক সমিতি থেকে রিলিজ অর্ডার নেওয়া হল বেপরোয়া এই ঈদে মুক্তি দেওয়ার জন্য।
বেপরোয়া অনেক বড় বাজেটের সিনেমা। এটি এই ঈদের সবচেয়ে বড় বাজেট এর সিনেমা হল। এই সিনেমা ব্যবসা করতে হলে ১০০+ হল এ এক সাথে মুক্তি দিতে হবে। এবং আজ সেন্সর হবে কি না এ নিয়েও আমরা এবং হল মালিকরা দ্বিধা দ্বন্দ্বে ছিলাম।
আর তাছাড়া আপনারা জানেন সেন্সর ছাড়া সিনেমার পোস্টার কোথাও লাগানো যায় না। এবং সেন্সর ছাড়া অনেক ধরনের প্রোমোশন ও পাবলিসিটি করা যায় না।
সব মিলিয়ে, আমরা মনে করছি যে “বেপরোয়া” ঈদের পরে ভালো করে প্রোমোশন ও পাবলিসিটি করে সলো রিলিজ দিলে ভালো হবে।
যেহেতু, জাজ বলেছে ঈদে মুক্তি দিবে, তাই এই ঈদে ঢাকার বাহিরে মাত্র একটি হলে মুক্তি দিচ্ছি।’