Select Page

বেশির ভাগ প্রেক্ষাগৃহে ‘তুফান’, জেনে নিন তালিকা

বেশির ভাগ প্রেক্ষাগৃহে ‘তুফান’, জেনে নিন তালিকা

ঈদে দেশে ২০০ এর কাছাকাছি সিনেমা হল খোলা থাকে। এর মধ্যে এবারের ঈদুল আজহায় বেশির ভাগ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে রাফহান রাফী পরিচালিত ‘তুফান’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা ও চঞ্চল চৌধুরী।

প্রায় ১২৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘তুফান’। দেখে নিন সেই তালিকা—

ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, এসকেএস টাওয়ার, মিলিটারি মিউজিয়াম আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী, বিজিবি অডিটোরিয়াম, সৈনিক ক্লাব, আনন্দ, আজাদ, গীত, ম্যাজিক মুভি থিয়েটার ও নিউ গুলশান।

ঢাকার বাইরে চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড, সিলভার স্ক্রিন, সুগন্ধা ও সিনেমা প্যালেজ, রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স হাইটেক পার্ক, গ্র্যান্ড রিভার ভিউ ও রাজ তিলক, সেনা অডিটোরিয়াম – সাভার, চন্দ্রিমা – শ্রীপুর, জয়দেবপুরে বর্ষা ও উল্কা, নারায়ণগঞ্জে গুলশান সিনেপ্লেক্স, সিনেস্কোপ ও নিউ মেট্রো, পান্না – মুক্তারপুর, চাঁদমহল – কাঁচপুর,  মনিহার – যশোর, মধুবন সিনেপ্লেক্স – বগুড়া, মম ইন – বগুড়া,  শাপলা – রংপুর, ছায়াবাণী – ময়মনসিংহ, রূপকথা, সিলেটে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, নন্দিতা ও বিজিবি অডিটোরিয়াম, খুলনায় লিবার্টি ও শঙ্খ।

মর্ডান – দিনাজপুর, অভিরুচি – বরিশাল, রূপকথা – শেরপুর, স্বপ্নীল সিনেপ্লেক্স – কুষ্টিয়া, পূর্বাশা – সান্তাহার, রূপসী – ভোলা,  রাজমহল – চাপাইনবাবগঞ্জ, বনলতা – ফরিদপুর, মিলন – মাদারীপুর, নান্টুরাজ – চুয়াডাঙ্গা, আয়না – আক্কেলপুর, সাথী – আড়াইহাজার, চিত্রপুরী – আউলিয়ানগর,ময়ূরী – বাগআঁচড়া, অবসর – বিরামপুর, ঝংকার – বকশিগঞ্জ, পালকি – চান্দিনা, বাণী – চর আলেকজান্ডার, সবুজ – চরফ্যাশন, পূর্ণিমা – কোম্পানিগঞ্জ, ভাই ভাই – দেওয়ানগঞ্জ, ক্লিওপেট্রা – ধুনট, অন্তর – ফুলবাড়িয়া,  উত্তরা – ফুলপুর, তাজ – গাইবান্ধা, রূপান্তর – গফরগাঁও, চলন্তিকা – গোয়ালদী, চিত্রবাণী – গোপালগঞ্জ।

সোনালী – ঘোড়াঘাট, সোহাগ – ঘোড়াশাল, প্রিয়া – গৌরিপুর, আনন্দ – গুরুদাসপুর, মোহন – হবিগঞ্জ, ছন্দা – হাসনাবাদ, সোনালী – ঈশ্বরগঞ্জ, কুইন সিনেপ্লেক্স- জামালপুর, প্রিয়া – ঝিনাইদহ, রুমা – জুমারবাড়ি, পৃথিবী – জয়পুরহাট, বৈশাখী – কালুখালি, মোনামী – খোকসা, কথাচিত্র – কটিয়াদি, কুলিয়ারচরে  রাজ ও  আনন্দ, মমতা – মাধবদী, মনিহার – মাধবপুর, মধুমতী – মাগুরা, নবীন – মানিকগঞ্জ, বনরূপা – মাওনা, মেহেরপুর সিনেমা – মেহেরপুর, অন্তরা – মেলান্দহ, মধুছন্দা – মধুখালি, মাধবী – মধুপুর, আলিম – মঠবাড়িয়া, মুন – মুক্তাগাছা, জিকো – নাগেশ্বরী,  রাজিয়া – নাগরপুর, অন্তরা – নলিতাবাড়ি, রওশনবাণী – নোয়াখালী, মানসী – উলিপুর।

মৌসুমি – পাকুন্দিয়া, লাইট হাউজ – পারুলিয়া, তিতাস – পটুয়াখালী, সাধনা – রাজবাড়ী, দ্বীপাঞ্চল – রাজিবপুর, নসিব – সাপাহার, গৌরি – শাহজাদপুর, লক্ষ্মী – শ্যামনগর, সঙ্গীতা – সাতক্ষীরা, মনিকা – শায়েস্তাগঞ্জ, আলোছায়া – শরীয়তপুর, রুটস্ সিনেক্লাব – সিরাজগঞ্জ, তামান্না – সৈয়দপুর, ভিক্টোরিয়া – শ্রীমঙ্গল, শাপলা – শ্রীপুর, সোনালী – টেকেরহাট, সাবা সুহানা সিনেপ্লেক্স – টঙ্গী, মল্লিকা – উল্লাপাড়া, মৌচাক – ভাঙ্গুরা, ভৈরবে দর্শন ও মধুমতি।


মন্তব্য করুন