Select Page

পাঠানের চেয়ে পাঁচগুণ খরচে বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’!

পাঠানের চেয়ে পাঁচগুণ খরচে বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’!

ভারতসহ বিশ্বের প্রধান প্রধান বাজারে মুক্তি পর বাংলাদেশে এসেছে সালমান খান অভিনীত ফ্লপ সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। আজ শুক্রবার (২৫ আগস্ট) স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ছবিটি।

এর আগে একই নীতিমালায় গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। প্রথম এক প্রতিবেদনে জানায়, এ সিনেমার চেয়ে পাঁচগুণ দামে দেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এনেছে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্স।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, এর আগে ‘পাঠান’ ছবিটি আনতে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠানের খরচ হয়েছে প্রায় ১১ লাখ টাকা। তবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ আনতে এর প্রায় পাঁচ গুণ মানে ৫০ লাখ টাকা গুনতে হয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানকে।

অবশ্য তখন প্রথম সারির নিউজ আউটলেট থেকে দাবি করা হয়েছিল, এক লাখ ডলার বা প্রায় কোটি টাকায় ঢাকায় এসেছিল ‘পাঠান’।

‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রসঙ্গে আমদানিকারক কামাল মোহাম্মদ কিবরিয়া বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। তিনি  বলেন, ‘কত টাকায় ছবিটি এনেছি, সেটি এখন না বলি। বাংলাদেশে “পাঠান” আনতে যা খরচ হওয়ার কথা শুনেছি, তার থেকেও অনেক গুণ খরচ হয়েছে এ ছবিটি আনতে। ছবিটি ভারতে মুক্তির আগেই আমরা চুক্তি করেছিলাম। কারণ, এটি সালমানের ছবি। ফলে বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। তখন তো বুঝিনি, সালমান খানের ছবি ভারতে ব্লকবাস্টার হবে না। ভারতে মুক্তির পর চুক্তি করলে এত টাকা দিয়ে ছবিটি নিতাম না। তবে আমদানির শর্তে আছে, যে টাকায় ছবিটি এনেছি, বাংলাদেশের প্রেক্ষাগৃহে যত দিন খুশি তত দিন চালাতে পারব।’

ভারতে হিট না হলেও ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকের কাছে প্রত্যাশা আছে এই আমদানিকারকের। তিনি বলেন, ‘আমাদের মূল টার্গেট মাল্টিপ্লেক্সের দর্শক। এখানে প্রচুর সালমান খানের ভক্ত আছে। দেশের মাটিতে বসে বড় পর্দায় সালমান খানকে দেখতে চান ভক্তরা। আর না দেখলে কিসের ভক্ত তারা? আশা করছি সালমানের ছবি দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের চাপ থাকবে। এরই মধ্যে মাল্টিপ্লেক্সে শুক্রবারের বিভিন্ন শোর আগাম অনেক টিকিট বিক্রি হয়ে গেছে।’

 ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ ছবিটি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।


মন্তব্য করুন