Select Page

মোশাররফ করিম থেকে জয়া, অপূর্ব বা পরীমনি- কে নেই হইচইয়ের সিরিজে

মোশাররফ করিম থেকে জয়া, অপূর্ব বা পরীমনি- কে নেই হইচইয়ের সিরিজে

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান, পরিচালনায় থাকছেন আশফাক নিপুণ। ভীষণই এক চমক। এছাড়া হইচইয়ের নতুন সিজনের লাইনআপে আরো আছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, মেহজাবীন চৌধুরী ও পরীমনি।

গত ২৬ মার্চ দুপুরে ভার্চ্যুয়ালি ‘হইচই মিট ২০২৪’-এ সিরিজের ঘোষণা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। সিরিজগুলো নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী, শিহাব শাহীন, আশফাক নিপুন, অনম বিশ্বাস ও ভিকি জাহেদ।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমরা দর্শকদের জন্য পছন্দসই কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করছি। আমরা এ বছর ছয়টি কনটেন্টের ঘোষণা দিচ্ছি এবং ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে।’

তিনি আরো বলেন, ‘হইচই বাংলাদেশ ২০১৯ সালে “ঢাকা মেট্রো” সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর আমরা আরও ১৮টি সিরিজ রিলিজ করেছি, যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে।’

সিরিজগুলো প্রযোজনা করছে ইয়োলো টিম, ফ্রেম পার সেকেন্ড, আউট অব ফ্রেম, কোয়াইট অন সেট প্রডাকশনস ও শাউট।

জয়া আহসানকে ওটিটিতে খুব একটা পাওয়া যায়নি। এর আগে জি ফাইভে ‘কড়ক সিং’ ও হইচইয়ে ‘পাঁচফোড়ন’-এর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এবারই প্রথমবারের মতো কোনো সিরিজে হাজির হচ্ছেন জয়া।

জয়া আহসানকে নিয়ে ‘জিম্মি’ নির্মাণ করছেন ‘মহানগর’ নির্মাতা আশফাক নিপুন। সিরিজে দেখা যাবে, এক সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী অফিসের স্টোররুমে মোটা অঙ্কের টাকার বাক্স পায়। সেই টাকাকে ঘিরে টানাপোড়েনের মুখে পড়েন, শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়েন সেই নারী।

হইচইয়ের ‘তাকদীর’, ‘কারাগার’-এর মতো আলোচিত সিরিজে অভিনয় করে সাড়া ফেলেছেন চঞ্চল চৌধুরী। আবারও হইচইয়ের সঙ্গে যুগলবন্দী ঘটছে তার, তাকে নিয়ে ‘রুমি’ নির্মাণ করছেন ভিকি জাহেদ।

‘রুমি’ সিরিজে সিআইডি কর্মকর্তা রুমি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। যিনি এক দুর্ঘটনাক্রমে চোখ হারান, এরপর অদ্ভুত স্বপ্ন দেখতে থাকেন। সেই স্বপ্নের সূত্র ধরেই একটি হত্যা মামলা সমাধানে নামেন রুমি। সেই সূত্র মামলার সমাধান করবে নাকি আরও জট পাকাবে?—প্রশ্নের উত্তর মিলবে সিরিজে। ইতিমধ্যে ‘রুমি’র দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগিরই মুক্তি পাবে।

ভিকি জাহেদের আরেক সিরিজ ‘মিথ্যাবাদী’তে থাকছেন মেহজাবীন চৌধুরী। গল্পে থাকছে, সন্তান জন্মদানের চার বছর পর এক নারী জানতে পারেন, তাঁর স্বামী সন্তান জন্মদানে অক্ষম। তাহলে সেই সন্তান কার? শ্বশুর ও ভাশুরের বিরুদ্ধে মামলা ঠুকে দেন সেই নারী।

হইচইয়ের ‘মহানগর’ সিরিজে বাজিমাতের পর এবার ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে পাওয়া যাবে মোশাররফ করিমকে। সিরিজটি নির্মাণ করছেন ‘আয়নাবাজি’, ‘ঢাকা মেট্রো’ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ট্রাকচালক আব্বাস চরিত্রে আসছেন তিনি, যিনি এক দুর্দান্ত প্রেমিক। সাত জেলায় সাত সংসার তাঁর। আট বিয়ে নিয়ে বাধে গন্ডগোল।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। সেই চরিত্রের নামেই সিরিজটি নির্মাণ করছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নির্মাতা শিহান শাহীন। গল্পে দেখা যাবে, এক আততায়ীকে খুনের দায়ে আটক হন মামুন, বন্ধু দম্পতির খুনেও তাঁর নাম জড়িয়ে যায়। আইনের রক্ষক মামুন কী করবেন?

পরীমনিকে নিয়ে ‘রঙিলা কিতাব’ নির্মাণ করবেন অনম বিশ্বাস। গল্পে দেখা যাবে, বরিশালে গ্যাংস্টার প্রদীপ প্রথমবারের মতো বাবা হবেন। খুশিতে অপরাধ দুনিয়াকে বিদায় জানিয়ে স্বাভাবিক জীবনে ফেরার দিনই এক এমপিকে হত্যায় দোষী সাব্যস্ত হন। প্রদীপ ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এই সিরিজ।


মন্তব্য করুন