Select Page

প্রিয় মালতী/ জন্মদিনেও সিনেমার খবর দিলেন মেহজাবীন

প্রিয় মালতী/ জন্মদিনেও সিনেমার খবর দিলেন মেহজাবীন

গত ২১ ফেব্রুয়ারি টিভি ক্যারিয়ারের ১৪তম বার্ষিকীতে নিজের প্রথম সিনেমা ‘সাবা’র ঘোষণা দেন মেহজাবীন চৌধুরী। এবার জন্মদিনে (১৯ এপ্রিল) এলো আরেক সিনেমা ‘প্রিয় মালতী’র ঘোষণা, এটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ছবির ঘোষণা দেওয়া হয়, প্রকাশ করা হয় ফার্স্টলুক।

চরকিতে ‘রেডরাম’ সিনেমাটি দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। তিনি নিজেই বেশ এক্সাইটেড তার প্রথম প্রেক্ষাগৃহের জন্য নির্মিত ‘প্রিয় মালতী’কে নিয়ে। তিনি বলেন, ‘জন্মদিনে সিনেমার ঘোষণা আমার জন্য খুব স্পেশাল। এই সিনেমায় দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবেন। এমন একটা টিমের সাথে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।’

মেহজাবীন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। নির্মাতা জানান, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে হয়েছে এই সিনেমার শুটিং। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে দৃশ্য। মুক্তি চলতি বছরেই।

ছবিটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। ওটিটি প্ল্যাটফর্মে আসার আগে ‘প্রিয় মালতী’ প্রেক্ষাগৃহের পর্দায় দেখা যাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। এরপর আসেন আশফাক নিপুণ ও এলিটা করিম দম্পতি। তারা মেহজাবীনকে নিয়ে মন্তব্য করেন।

ফ্রেম পার সেকেন্ড-এর প্রযোজক আদনান আল রাজীব বলেন, ‘‘প্রডিউসিং কাজটা আমার জন্য একটু ভিন্ন। প্রথমত, পুরো বিশ্বে প্রডিউসিং মানে শুধু টাকা বিনিয়োগ না। এটা আসলে ক্রিয়েটিভের সাথে থাকা, টিজি কারা হবে, গল্পটা কেমন হবে, সিনেমা মুক্তি নিয়ে কাজ করা। এটা পুরো একটা প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়াটার সাথেই থাকতে চেয়েছি। আর দ্বিতীয়ত, ‘প্রিয় মালতী’-এর গল্পটা একদম ইউনিক। এই গল্পটা শঙ্খ (পরিচালক) যখন আমাদের সাথে শেয়ার করেন তখনই সবাই পছন্দ করি। এমন গল্প আমরা কখনও দেখিনি আগে। সেই সাথে মেহজাবীন এই সিনেমার সাথে যুক্ত হওয়াতে এই সিনেমায় অন্য একটা মাত্রা যোগ হয়েছে।’’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই সিনেমার সাথে থাকতে পারাটা আমার জন্য খুব ইমোশনের। প্রতিটি সিনেমা স্পেশাল। কাছের মানুষজন নিয়ে একটা সিনেমা নির্মাণ করার আনন্দটা ভাষার প্রকাশ করার না। গুণী পরিচালক, গুণী অভিনেত্রীসহ দুর্দান্ত একটা টিম এই সিনেমার সাথে যুক্ত হয়েছে। সিনেমা হলে দর্শকের কাছ পর্যন্ত পৌঁছানোটা এখন আমাদের অপেক্ষা।’

পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘ফিল্ম মেকিংটা আমার কাছে সবসময় কষ্টের কাজ মনে হয়। তবে ‘প্রিয় মালতী’ আমার জন্য একদম সহজ করে দিয়েছে দুই প্রযোজক। আমি শুধু নির্মাণ ও গল্প নিয়েই ভেবেছি। সেই সাথে যাদের কাস্ট হিসেবে চিন্তা করেছি তাদের পেয়েছি। মেহজাবীনের মতো অভিনেত্রীকে ডিরেক্ট করতে পারাটাও আনন্দের। এই সিনেমার ক্যামেরার সামনে-পেছনে যারাই কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’

উল্লেখ্য যে মোস্তফা সরয়ার ফারুকী ‘ডুবোশহর’ সিনেমার মধ্যে মেহজাবীনের বড়পর্দায় অভিষেকের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। এছাড়া স্বপন আহমেদের এ সিনেমায় খানিকটা কাজ করে সরে আসেন। তাও প্রায় এক যুগ আগের কথা। খবর বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন