Select Page

সাদা-কালো ও সংলাপবিহীন ‘নির্বাণ’ জিতে নিল স্পেশাল অ্যাওয়ার্ড

সাদা-কালো ও সংলাপবিহীন ‘নির্বাণ’ জিতে নিল স্পেশাল অ্যাওয়ার্ড

এক কারখানার তিন কর্মীর যাপিত জীবনকে বড়পর্দায় তুলে এনেছেন নির্মাতা আসিফ ইসলাম। ‘নির্বাণ’ নামের ছবিটি সাদা–কালো, নেই কোনো সংলাপ। সেই সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফফ) পেয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড।

মস্কোয় মোট দুটি প্রদর্শনী হয় ‘নির্বাণ’-এর। দুটিই হয় হাউসফুল। পরিচালক আসিফ বলেন, ‘উৎসবের প্রতিযোগিতা বিভাগের ছবিগুলো নিয়ে মস্কোর দর্শক ও সমালোচকদের মধ্যে দারুণ আগ্রহ লক্ষ করেছি। আমি সব ছবিই দেখেছি। আমার ছবির দুটি শো-ই ছিল হাউসফুল। প্রদর্শনীর পর সাধারণ দর্শক থেকে শুরু করে বোদ্ধা দর্শক—সবার এত প্রশংসা পেয়েছি, যা আসলে বলে বোঝানো যাবে না।’

প্রথম ছবি নির্মাণ করেই পুরস্কার পেয়ে যাবেন এমনটা উৎসবে যাওয়ার আগে ভাবতেই পারেননি আসিফ। বলেন, ‘উৎসবের সমাপনী আয়োজন চলাকালে মনে এক ধরনের ধুকপুকানি হচ্ছিল। আমার ছবি মস্কোর মতো উৎসবে প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে, এটাই ছিল আমার জন্য বড় পুরস্কার! সশরীরে উৎসবে আসার পর কেন যেন পুরস্কার ছুঁয়ে দেখারও আকাঙ্ক্ষা তৈরি হতে থাকল! ফাইনালি সেটা ঘটেও গেল।’

সিনেমাটির লেখক ও সহপ্রযোজক আনোয়ার হোসেনকে নিয়ে ২০২২ সালে ছবিটি নির্মাণে হাত দেন আসিফ। আসিফ জানান, শুরুতে সিনেমার চিত্রনাট্য ছিল ছোট। শুধু একটি আইডিয়া ছিল তাঁদের। তাঁর সঙ্গে ছিলেন সিনেমার লেখক। দুজন একসঙ্গে শুটিংয়েও ছিলেন। দিনের পর দিন তাঁরা সংলাপহীন এই সিনেমা দাঁড় করিয়েছেন।

সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। তিনি বলেন, ‘সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। পরিচালক নিজেই জানিয়েছেন। শোনার পর ভাবছিলাম যে সিনেমাটি দুজন মানুষ দিয়েই শুরু। সেখানে চারজন অভিনেত্রী যোগ দিল। সিনেমা নির্মাণের পেছনের ঘটনার কথাই বেশি মনে পড়ছে। সিনেমার পরিচালক আসিফ ভাই, লিখেছেন আনোয়ার হোসেন ভাই। তারা যে পরিশ্রম করেছেন, সেটাই মনে পড়ছে। আমরা টিমটা যে জার্নি নিয়ে শুরু করেছিলাম, সেটা আজ সফল হলো। এই প্রাপ্তি আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে।’

এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্রে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকার নির্মাতা যুবরাজ শামীমের ছবি ‘আদিম’। পাশাপাশি নেটপ্যাক জুরি পুরস্কারও পেয়েছিল ছবিটি। ‘আদিম’-এর পথ ধরে এবার স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পুরস্কারটি পেল ‘নির্বাণ’।

এছাড়া ২০১৯ সালে ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ ছবিটি। সেবার দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে ছবিটি; রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার আর অন্যটি কমেরসান্ত পুরস্কার। ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল। খবর প্রথম আলো ও কালের কণ্ঠ।


মন্তব্য করুন