Select Page

‘তুফান’ যা চাইবে তা পাইবে (টিজার)

‘তুফান’ যা চাইবে তা পাইবে (টিজার)

হঠাৎ নির্মাতা রায়হান রাফী জানালেন, ‘তুফান’র ঝলক আসছে। সঙ্গে বললেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ (৭ মে) যে কোনও সময় আসতে পারে ভয়ংকর কোনও ঝড়।’

কয়েক ঘণ্টা পর এলো সেই দেড় মিনিটের ঝলক। যা সাজানো হয়েছে পুরোদস্তুর অ্যাকশন আভাসে। মারমুখী শাকিবকে বেদম গুলি চালাতে দেখা গেছে। এমনকি সাম্প্রতিক সময়ে বলিউড সিনেমায় জনপ্রিয় হওয়া ‘মেশিনগান’ দৃশ্যও রয়েছে এতে।
টিজারে শাকিবকে সম্বোধন করা হয়েছে ‘মেগাস্টার’ হিসেবে। যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি রূপদান করতে চলেছেন এই নায়ক! ভিডিওর ক্যাপশনে রাফী লিখেছেন, তুফান যা চাইবে তা পাইবে!

এক অঙ্গীকারনামা পড়তে পড়তে শুরু হয় টিজার। যেখানে তুফান ওরফে শাকিবের কণ্ঠে শোনা যায়, “পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিবো। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না।”

আর শেষে এক সংলাপে রাখা হয়েছে ছবির আরেক চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। যিনি পরিপাটি পোশাকে পিস্তল হাতে রহস্যের হাসি হাসতে হাসতে বলেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে!’

‘তুফান’ সিনেমায় দুজন নায়িকা রয়েছেন। তারা হলেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আছেন মিশা সওদাগরও। তবে টিজারে তাদের কাউকে রাখা হয়নি। কেবল তুফান তথা শাকিবের দাপট কিছুটা তুলে ধরা হয়েছে।  আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


মন্তব্য করুন