Select Page

কিসি কা ভাই কিসি কি জান: আমদানি করে জান নিয়ে টানাটানি!

কিসি কা ভাই কিসি কি জান: আমদানি করে জান নিয়ে টানাটানি!

দেশের ৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের ‘ভাইজান’ সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবি আনতে আমদানিকারক ৫০ লাখ টাকার মতো খরচ করলেও তা ফেরত আসার সম্ভাবনা নেই বললেই চলে। যাকে বলা হচ্ছে, একদম জান নিয়ে টানাটানি। খবর কালের কণ্ঠ।

ছবিটি দেখার জন্য শুক্রবার সকালে বাংলাদেশের দর্শকদের আহ্বান জানিয়ে টুইট করেন সালমান খান। কিন্তু এ দেশের দর্শক ‘ভাইজান’-এর আহ্বানে সাড়া দেয়নি। প্রথম দিনের সেল রিপোর্টও হতাশাজনক।

হল মালিক ও পরিবেশকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বছরে ১০টি ভারতীয় ছবি বাংলাদেশের সিনেমা হলে মুক্তির অনুমতি দিয়েছিল সরকার। এ বছর ১২ মে ‘পাঠান’ মুক্তির মাধ্যমে শুরু হয়েছিল এই যাত্রা। দ্বিতীয় ধাপে শুক্রবার মুক্তি পেল ‘কিসি কা ভাই কিসি কি জান’।

‘পাঠান’ আশানুরূপ চলেনি, দ্বিতীয়টির অবস্থা আরো শোচনীয়। ‘তারকাবিহীন বাংলাদেশের যেকোনো ছবির চেয়েও খারাপ যাচ্ছে’, বলেছেন ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। যিনি একসময় ভারতীয় ছবি আমদানির জন্য রাজপথে নেমেছিলেন।

সেই নওশাদের মতে, ‘ছবিটি ভারতে মুক্তি পেয়েছিল ২১ এপ্রিল। ভারতে সেভাবে চলেনি ছবিটি। দুই মাস পর ২৩ জুন ওটিটি প্ল্যাটফরম জি ফাইভেও মুক্তি পেয়েছে। এত দিন পরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। তা ছাড়া আমার হলের ব্যবস্থাপক জানিয়েছেন, খুব গোজামিল দিয়ে তৈরি হয়েছে ছবিটি। গত্বাঁধা গল্প, নেই আহামরি কোনো অ্যাকশন বা সংলাপ। এই সময়ে এসে এমন ছবি দর্শক কেন দেখবে?’

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির সাবেক এই সভাপতি নিজেও ছবি আমদানি করে থাকেন। অজয় দেবগণ অভিনীত ছবি ‘ভোলা’ আমদানির জন্য আবেদন তৈরি করেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অবস্থা দেখে এখন আর ছবিটি আমদানি করবেন না।

নওশাদ বলেন, “এই ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর জন্য তো আমদানিকারকের নিজের জান নিয়ে টানাটানি পড়েছে। ‘ভোলা’ এনে আমি আবার ঝুঁকি নিতে যাব কেন! বলিউডের সঙ্গে যদি একই দিনে ছবি মুক্তি না পায় তাহলে লাভ হবে না। এর আগে শাহরুখ খান অভিনীত আলোচিত ‘পাঠান’ বিশ্বব্যাপী আলোড়ন তুললেও বাংলাদেশে অতটা সুবিধা করতে পারেনি। কারণ অনলাইনে অনেকেই তত দিনে ‘পাঠান’ দেখে ফেলেছিল। ভবিষ্যতে শাহরুখ খানের ‘জওয়ান’ও আনার জন্য কয়েকজন উদ্যোগ নিয়েছেন শুনেছি। তাঁদের বেলায়ও একই কথা, সারা বিশ্বের সঙ্গে একই দিনে ছবিটি মুক্তি না দিতে পারলে লাভের গুড়েবালি পড়বে।”

‘পাঠান’ আমদানি করেছিলেন পরিচালক ও পরিবেশক অনন্য মামুন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ আমদানির বিষয়ে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুকেও সহযোগিতা করেছেন তিনি। মামুন অবশ্য এখনই হাল ছেড়ে দিতে নারাজ। বলেন, “প্রথম দুই দিনের সেল রিপোর্ট আমাদের আশানুরূপ হয়নি। সামনে ‘জওয়ান’ ও ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির সম্ভাবনা রয়েছে। এগুলো মুক্তি পেলে বুঝতে পারব, দর্শক হলে হিন্দি ছবি দেখবে কি দেখবে না।”


মন্তব্য করুন