Select Page

ভারতীয় সিনেমা এলেই মাল্টিপ্লেক্স হবে মধুমিতা

ভারতীয় সিনেমা এলেই মাল্টিপ্লেক্স হবে মধুমিতা

ডিসেম্বরের প্রথম দিনে ৫০ বছর পূর্তি হলো রাজধানীর মধুমিতা সিনেমা হলের। ঐতিহ্যবাহী হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ অনেকদিন মাল্টিপ্লেক্স নির্মাণের কথা বলে আসছেন। এবার তিনি জানালেন, ভারতীয় সিনেমা অবাধে এলেই সে পরিকল্পনা আলোর দেখবে।

সম্প্রতি পরিবর্তন ডটকমকে তিনি বলেন, ‘এখন ১২২৬টা সিট আছে। কিছু সিট খুলে ফেলছি। কারণ হাউজফুল তো খুব কমই হয়। এরমধ্যে ১০০ সিট খুলে ফেলছি। আমরা মহিলা টয়লেট সংস্কার করেছি। মধুমিতার ডিসির ৬০০ সিট রেখে নিচে আমরা বাণিজ্যিক কিছু ব্যাংক, মার্কেট করব। এটার জন্য আমি আমার মেঝো ভাইয়ের জন্য অপেক্ষা করছি। উনি আমেরিকায় আছেন। তারপর আমরা টু কে মেশিন বসাবো। ভারতীয় ছবি, হলিউডের ছবি চালাবো। মধুমিতাকে তো স্টার সিনেপ্লেক্স হলিউডের সিনেমা চালানোর জন্য প্রায়ই অফার করে।‘

আপনি এর আগে বলেছেন মধুমিতাকে সিনেপ্লেক্সে রূপান্তর করবেন, সেটি কি তাহলে হচ্ছে না?— এমন প্রশ্নে বলেন, “আমাদের একটা ১০ তলা রেস্টুরেন্ট আছে। ওই জায়গাটা কিন্তু খালি পড়ে আছে। ওখানে স্টিল স্ট্রাকচার দিয়ে একেক ফ্লোরে একটা করে স্ক্রিন করতে চাইছি। তিনটি স্ক্রিন, ফুট কোর্ট ও বাচ্চাদের গেইম জোন থাকবে। আমি কালকেই কাজ শুরু করতে পারি, যদি কালকেই সরকার বলে- ভারতীয় ছবি আসবে। এখন আমি একটা স্ক্রিনকে ফিট করতে পারছি না, তখন আমি চারটা স্ক্রিনকে কিভাবে ফিট করব? এখন চেয়ার পরিবর্তন করতে চাইছি ১৩০ শতাংশ ট্যাক্স, মেশিনারিজে ১৫০ শতাংশ ট্যাক্স। তাহলে কিভাবে হবে? প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যেহেতু উনি মধুমিতার ৫০ বছর পূর্তিতে বাণী দিয়েছেন, সেহেতু উনি যেন এ অতিরিক্ত ট্যাক্সের ব্যাপারগুলো যাতে দেখেন।”


মন্তব্য করুন