বেয়াদবি না-কি নায়িকা বিভ্রাট
নির্মাতা বুলবুল বিশ্বাসকে পেটালেন প্রযোজক ইকবাল হোসেন জয়। শনিবার (১৬ জানুয়ারি) এফডিসিতে ওই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ বিষয়ে দ্য রিপোর্ট টুয়েন্টিফোরে দুটি প্রতিবেদন প্রকাশ করেছেন মাসুম আওয়াল।
‘পাংকু জামাই’ শুটিং সেটে সিনিয়রদের সামনে সিগারেট ধরানোর কারণে মারধরের শিকার হয়েছেন ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল। তবে তিনি বলছেন অন্য কথা। পছন্দের নায়িকাকে সিনেমায় না রাখায় তাকে আক্রমণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, বিএফডিসির ৩ নং ফ্লোরে রাতে সিগারেট ধরিয়ে ‘পাংকু জামাই’ ছবির সেটে যান বুলবুল বিশ্বাস। এ সময় সেটে উপস্থিত ছিলেন প্রবীণ নির্মাতা পরিচালক মান্নান সরকার, প্রযোজক ইকবাল, সিনিয়র ফাইট ডিরেক্টর চুন্নু, ডিওপি মজনু। এসব সিনিয়র নির্মাতা ও কলাকুশলীর সামনে বেয়াদবি করার জন্য বুলবুলের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন প্রযোজক ইকবাল এবং পরবর্তীতে তাকে সেট থেকে বের করে দেওয়া হয়।
ইকবাল হোসেন বলেন, ‘বেয়াদবি করার কারণেই মার খেয়েছে বুলবুল। আমি তার গায়ে হাত তুলিনি। আমার এক ছোট ভাই বড়দের সামনে সিগারেট ধরানোর ব্যাপারটি মানতে পারেনি বলেই হাত তুলেছে।’
এ দিকে বুলবুল বলেন, ‘আমার চলচ্চিত্রে প্রযোজক ইকবাল হোসেন তার পছন্দের একজন নায়িকাকে নেওয়ার অনুরোধ করেন। তার কথা রাখতে পারিনি বলেই আমার ওপর তখন থেকেই ক্ষিপ্ত হয়ে ছিলেন। সিগারেট ধরানোর কারণেই নয় পুরোনো রাগ উসুল করতে আমাকে আঘাত করেছেন তিনি।’
তিনি আরও জানান, শনিবার রাতেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এছাড়াও রবিবার পরিচালক প্রযোজক সমিতিতেও লিখিতভাবে অভিযোগ করেছেন।
বুলবুল পরিচালিত ‘রাজনীতি’তে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। মাসখানেক আগে মেকাপম্যানের সঙ্গে খারাপ আচরণের কারণে শুটিং ফ্লোর ছেড়ে যান বুলবুল।