এই বৈশাখে মুক্তি পাচ্ছে ‘ডুব’!
‘ডুব’ হুমায়ূন আহমেদের বায়োপিক কিনা— তা নিয়ে কাণ্ডের শেষ নেই। এর মধ্যে সিনেমাটির অনাপত্তিপত্র বাতিল হয়েছে। সে সময় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানাচ্ছে, বৈশাখে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ডুব’। নির্মাতাও জানান, এই বৈশাখে মুক্তি পাবে সিনেমাটি।
জাজ এক বিবৃতিতে শনিবার জানায়— “এই বছর পহেলা বৈশাখ (১৪এপ্রিল) বাংলাদেশ (যদি ছাড়পত্র পায়), ভারতসহ সারাবিশ্বে একদিনে এক সাথে মুক্তি পাবে ‘ডুব’। বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। যাতে সমগ্র বাঙালিসহ বিভিন্ন দেশের ভিন্ন ভাষাভাষীরা বাংলাদেশের ‘ডুব’ (no bed of roses) দেখতে পাবে। আর এই ডুবের মধ্যেই সমগ্র বিশ্ব জানতে পারবে, বাংলাদেশ কীভাবে নতুন বছর পালন করে। ‘ডুব’ আসছে পহেলা বৈশাখে, নতুন বছরের নতুন দিন কে আরও আনন্দময় করতে।”
অন্যদিকে দেশের বাইরে মুক্তি প্রসঙ্গে কালের কণ্ঠকে ফারুকী বলেন, ‘এটা যৌথ প্রযোজনার ছবি। যখন-তখন দেশের বাইরে মুক্তি দেওয়া সম্ভব। বাংলাদেশের আইন শুধু বাংলাদেশেই প্রযোজ্য। কিন্তু আমি তো বাংলাদেশের মানুষকেই ছবিটা আগে দেখাতে চাই।’
এক স্ট্যাটাসে রোববার সকালে তিনি লেখেন, ‘সিনেমা সকল আইন কানুন মেনে দর্শকের জন্য বানানো হইছে তারা দেখবেই । এবং এই বৈশাখেই দেখবে।’