বোরকা পরে পার্কে অপু
‘ভোরে ঘুম থেকে উঠে পার্কে হাঁটতে যাই। তারপর জিম করি। নিজেকে তৈরি করছি বলতে পারেন।’ কথাগুলো অপু বিশ্বাসের। পার্কে হাঁটতে গেলে তো অনেকেই আপনাকে দেখার কথা?— এমন প্রশ্নে বলেন, ‘কীভাবে দেখবে? আমি তো বোরকা পরে বের হই। দেখার সুযোগ কই? শুধু তাই নয়, বোরকা পরা অবস্থায় আমি বেশ কয়েকজন পরিচিত মানুষের সামনেও গিয়েছি। কেউ বুঝতে পারেনি।’
দীর্ঘ দশ মাস আড়াল থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে মিডিয়া বেশ সরগরম। সত্য-মিথ্যার বেড়াজালে আটকে আছে আলোচনা-সমালোচনা। সত্যিই কি ঢাকায় ফিরেছেন অপু? অবশেষে সেই বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন তিনি। প্রায় এক মাস হয়ে গেল ঢাকায় অবস্থান করছেন।
ঢাকায় ফিরেও গোপনীয়তা?— এমন প্রশ্নে বলেন, ‘গোপনীয়তার কিছু নেই। আমি নিজের মতো করে কিছু সময় কাটাতে চেয়েছি। ২০১৬ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সব কিছু থেকে দূরে ছিলাম। এমনকি পরিবারের দু’চারজন ছাড়া অন্য কোনো আত্মীয়-স্বজনের সঙ্গেও আমার যোগাযোগ ছিল না।’
কেউ তাকে ভুল পথে পরিচালনা করছে না উল্লেখ করে বলেন, ‘এটা আমি বিশ্বাস করি না। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের মতো করে চলতে চেয়েছি। তবে হ্যাঁ, কাছের দু’একজনের পরামর্শ নিয়েছি। কিন্তু তাই বলে অপুকে ভুল পথে চালিয়ে কেউ ধ্বংস করে দেবে এটা আমি বিশ্বাস করি না। কিছু কষ্ট আছে, পাশাপাশি কিছু ভালোবাসাও আছে। সবকিছুই সময় হলে খোলাসা করব।’
বিয়ের বিষয়টি কিন্তু নিশ্চিত করেননি?— এমন প্রশ্নে বলেন, ‘কীভাবে করব। মিডিয়ার অনেকেই তিন-চারটি করে বিয়ে করে ফেলেছেন। (হাসতে হাসতে) অথচ আমি এখনও শুরুই করতে পারিনি। বিয়ে করলেও আপনাদের সবাইকে জানাব। আমার বাবা নেই। আমি মনে করি আমার কাছের মানুষ সাংবাদিক বন্ধুরা। তারা সবাই আমার বিয়ের আয়োজন করবে।’