
ব্যান্ড তারকা সায়মন

ছবির গল্পে দেখা যাবে, দেশের জনপ্রিয় একটি ব্যান্ডের ভোকাল সাইমন। বিভিন্ন কনসার্টে দর্শক মাতানোই তার কাজ। কিন্তু তার এ পেশা মানতে চান না বাবা। এ নিয়ে পরিবারের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকে।
ছবিটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘ছোটবেলা থেকেই আমি ব্যান্ড সঙ্গীতের ভক্ত। বাচ্চু ভাই, জেমস ভাইদের গান শুনতে বরাবরই ভালো লাগে। কখনও ভাবিনি ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করতে পারব। এরই মধ্যে ছবিটির ৭০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। আশা করছি, এ মাসেই বাকি কাজ শেষ হবে। ছবিতে দর্শকরা আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন।’
পরিচালক রাজু চৌধুরী বলেন, ‘আমি সব সময় তারুণ্যকে প্রাধান্য দিয়ে ছবি নির্মাণ করি। আমাদের দেশে এখনও ব্যান্ড শিল্পীদের নিয়ে কোনো ছবি নির্মাণ হয়নি। অথচ ব্যান্ড শিল্পীরা দারুণ জনপ্রিয়। আমি তাদের সেই জনপ্রিয়তাকে সাইমনের চরিত্রের মাঝে ফুটিয়ে তুলেছি। আশা করছি, ছবিটি সবার ভালো লাগবে।’