ব্ল্যাক ওয়ার : প্রথম সপ্তাহে এই ৪৪ প্রেক্ষাগৃহে
এক বছরের বেশি সময়ের বিরতির পর জমজমাটভাবে বড়পর্দায় ফিরলেন আরিফিন শুভ। ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ আজ মুক্তি পেয়েছে ৪৪টি প্রেক্ষাগৃহে।
‘মিশন এক্সট্রিম’ সিক্যুয়েলটিতে আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমানসহ অনেকে।
এক নজরে দেখে নিই প্রথম সপ্তাহে হল তালিকা—
ঢাকায় স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী, চিত্রামহল, গীত, আনন্দ, সেনা অডিটোরিয়াম ও বিজিবি অডিটোরিয়াম।
ঢাকার বাইরে চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা, স্টার সিনেপ্লেক্স – রাজশাহী, সিলেটে নন্দিতা, গ্র্যান্ড সিনেপ্লেক্স, নারায়ানগঞ্জে নিউ মেট্রো সিনেমা, সিনেস্কোপ সিনেপ্লেক্স, সেনা অডিটোরিয়াম – সাভার ক্যান্টনমেন্ট, ঝুমুর সিনেমা – জয়দেবপুর, চাদঁমহল – কাঁচপুর, নবীন – মানিকগঞ্জ, চন্দ্রিমা – শ্রীপুর, রুটস – সিরাজগঞ্জ, বগুড়ার মম ইন, মধুবন সিনেপ্লেক্স, রূপকথা – পাবনা, মডার্ন – দিনাজপুর, তামান্না – সৈয়দপুর, শাপলা – রংপুর, ছায়াবানী – ময়মনসিংহ, খুলনায় চিত্রালী, শঙ্খ, সত্যবতী – শেরপুর, পূর্বাশা – শান্তাহার, রাজ – কুলিয়ারচর, মোহন – হবিগঞ্জ, অভিরুচী – বরিশাল, মনিহার – যশোর ও রূপালী – কুমিল্লা।