‘ভাইজান এলো রে’ পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে জানানো হয়েছে, ভারতীয় পরিচালক জয়দীপ মুখার্জি ‘ভাইজান এলো রে’ নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তাই এ নামের ও এ নির্মাতা কোনো ছবি মুক্তি পাবে না বাংলাদেশে। এনটিভি অনলাইন সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এ তথ্য জানায়।
‘ভাইজান এলো রে’ প্রযোজনা করছে কলকাতার এস কে মুভিজ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার।
খোকন বলেন, ‘জয়দীপ মুখার্জি আমাদের সমিতিতে সদস্যপদের জন্য আবেদন করেছেন। পৃথিবীর যেকোনো দেশের নাগরিক যদি বাংলাদেশের স্থানীয় ছবি নির্মাণ করতে চান, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদের জন্য আবেদন করতে হবে ছবি নির্মাণের আগে। সে ক্ষেত্রে তিনি যে দেশের নাগরিক, তার পাসপোর্টের ফটোকপি, সেই দেশের পরিচালক সমিতির সনদসহ কিছু প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। সঙ্গে কোন ছবিটি আপনি নির্মাণ করতে চান, তার নাম অবশ্যই জমা দিতে হবে শিল্পীদের নামসহ। জয়দীপ মুখার্জি সব কাগজ জমা দিয়েছেন, আমরা সমিতিতে উনার বিষয়টি নিয়ে কথা বলেছি। কিছু বিষয়ে গরমিল পেয়েছি। যে কারণে তিনি আমাদের পরিচালক সমিতির সদস্যপদ পাবেন না। এমনকি উনার পরিচালিত কোনো ছবি বাংলাদেশে মুক্তি পাবে না।’
অনিয়ম প্রসঙ্গে বলেন, “পরিচালক সমিতির সদস্য হতে গেলে আপনি কোন ছবিটি নির্মাণ করতে চান, তার নাম ও শিল্পীদের নাম দিতে হবে। জয়দীপ মুখার্জি ‘ভাইজান এলো রে’ ছবির নাম ও শিল্পীদের নাম দিয়েছেন। কিন্তু আমরা খবর নিয়ে জেনেছি যে এই ছবির কাজ প্রায় শেষ। এরই মধ্যে ছবির পোস্টারও প্রকাশ করা হয়েছে। যে ছবিটি তিনি নির্মাণ করতে চান, সেই ছবি তো হয়ে গেছে। এমন প্রতারণা তিনি করতে পারেন না। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনি বাংলাদেশে কোনো ছবি নির্মাণ করতে পারবেন না। এমনকি উনার কোনো ছবি সাফটা চুক্তির মাধ্যমেও বাংলাদেশে মুক্তি দিতে পারবেন না।”