Select Page

ভারতীয় ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে আরিফিন শুভ

ভারতীয় ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে আরিফিন শুভ

‘মুজিব: একটি জাতির রূপকার’-এর পর আর বড়পর্দায় দেখা যায়নি আরিফিন শুভকে। যদিও এরপর শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু মিডিয়ায় সরব ছিলেন না। শেষবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিবাহ বিচ্ছেদের খবর দেন। এছাড়া সরকারি প্লট নিয়ে পড়েছিলেন তোপের মুখে শুভ। সব মিলিয়ে খবরের বাইরে থাকা এ অভিনেতা ক্যামেরার সামনে ফিরলেন কলকাতায়। অবশ্য ওটিটির জন্য।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’র শুটিং শুরু করেছেন এই অভিনেতা। সিরিজটি পরিচালনা করেছেন সৌমিক সেন।

সিরিজটিতে তুলে ধরা হয়েছে সত্তর দশকের জ্যাজ ক্লাবের গল্প। শুটিংয়ের জন্য কলকাতা শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ ক্লাব! ২০-২৫টি টেবিল সাজানো। ১০০-১৫০ জনের বসার আয়োজন। ক্লাবের আবহে সময় সত্তরের দশক! যে সময় পার্ক স্ট্রিটে ‘ক্লাব সংস্কৃতি’র সুবাদে পাশ্চাত্য গানের রমরমা। তিনি সেটে এক টুকরা পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়ে নিচ্ছেন পরিচালক। তার আগে গত সাত দিন ধরে শুটিং চলছে তার নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’র।

এই জন্যই গড়ে উঠবে জ্যাজ ক্লাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সিরিজের পটভূমিকায়। সেখানেই নায়কের চরিত্রে আছেন আরিফিন শুভ। শুটিংয়ে যোগ দিতে শুক্রবার তিনি পা রেখেছেন কলকাতায়। সিরিজটি দেখা যাবে সোনি লিভ প্লাটফর্মে।

গত বছর অ্যামাজন প্রাইমে সাড়া ফেলে দিয়েছিল সিরিজ ‘জুবিলি’। সৌমিক সিরিজটির সহস্রষ্টা। বিক্রম মোতওয়ানের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কাপুর তুলে ধরেছিলেন বলিউডের জন্মকাহিনি। এবারেও তার সিরিজে নানা চমক। যেমন, আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। খবর, ইতিমধ্যেই তিনি শুটিং শুরু করে দিয়েছেন। এ ছাড়া রয়েছেন, টলিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে।

ইংরেজিসহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। গায়িকা সৌমিকের হাত ধরে প্রথম হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন।

বর্তমানে আরিফিন শুভর তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে— নীলচক্র, ফুটবল ৭১ ও নূর। এছাড়া চরকির জন্য করেছিলেন ‘লহু’ নামের সিরিজ।


মন্তব্য করুন