ভারতে এখনো নিষিদ্ধ ফেরদৌস? তার বদলে ‘বঙ্গবন্ধু’র বায়োপিকে রিয়াজ
মুম্বাইয়ে চলছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং। ছবিটিতে তাজউদ্দীন আহমদ যে চরিত্রে অভিনয়ের কথা ছিলো ফেরদৌসের। তবে হঠাৎ করেই জানা গেল এই চরিত্রে অভিনয় করবেন রিয়াজ।
জাগো নিউজকে বায়োপিকটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ‘হ্যা, তথ্যটি সঠিক। ফেরদৌস আহমেদের পরিবর্তে এ চরিত্রে রিয়াজ আহমেদকে নেয়া হয়েছে। কিছু টেকনিক্যাল কারণ ছিলো এই পরিবর্তনের।’
‘এরইমধ্যে মুম্বাই গিয়ে সিনেমার প্রথম লটের শুটিংও করেছেন রিয়াজ। বাংলাদেশে যখন বাকি অংশের শুটিং হবে সেখানেও যোগ দেবেন তিনি’- যোগ করেন জেমি।
তবে সিনেমার শুটিং চলাকালীন অভিনেতা পরিবর্তনের কারণ সম্পর্কে মুখ খুললেন না মোহাম্মদ হোসেন জেমী। ধারণা করা হচ্ছে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ফেরদৌসের। তিনি দেশটিতে কালো তালিকা ভূক্ত। সেজন্যই মুম্বাইয়ে গিয়ে তার পক্ষে শুটিং করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার টিম থেকে তিনি বাদ পড়লেন। আর সেখানে যোগ দিলেন রিয়াজ।
ভারতের গত লোকসভা নির্বাচনে একজন বাংলাদেশি হয়েও তৃণমূলের এক নেতার জন্য প্রচারণায় অংশ নেন ফেরদৌস। এ বিষয়ে ফেরদৌসের নামে ভারতের স্বরাষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ করে বিজেপির নেতারা। ঘটনা তদন্ত করে এর সত্যতা পাওয়ায় এ অভিনেতাকে কালো তালিকাভুক্ত করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি ওই ঘটনার জেরে কলকাতার লোভনীয় একটি ছবি থেকে বাদ পড়েন আরিফিন শুভ, যিনি এখন ‘বঙ্গবন্ধু’র ভূমিকায় অভিনয় করছেন।
এ দিকে মুম্বাইয়ে নিজের অংশের শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন রিয়াজ।
তিনি বলেন,‘প্রথমত ‘বঙ্গবন্ধু’ সিনেমাটিই আমাদের দেশের মানুষের জন্য একটি আনন্দের বিষয়। খুব গুরুত্বপূর্ণও। ভারত ও বাংলাদেশ যৌথভাবে ছবিটি তৈরি করছে আন্তর্জাতিক মানে। ছবিটি দেশে-বিদেশে দেখানো হবে নানা ভাষায়। এমন একটি চলচ্চিত্রের অংশ হওয়াটাই আনন্দের। আর সেখানে ‘বাংলার তাজ’খ্যাত কিংবদন্তি তাজউদ্দীন আহমদের চরিত্রে কাজ করার আনন্দটা তো আরও আলাদা, মর্যাদাবান।’
তাজউদ্দীন আহমদের চরিত্রে প্রাথমিকভাবে নির্বাচিত ছিলেন ফেরদৌস। তিনি কেন এ চরিত্রটিতে নেই এ প্রসঙ্গে জানতে চাইলে রিয়াজ বলেন, ‘এটা বলার রাইট আসলে আমার নেই। আমি এ ছবিতে অন্য একটি চরিত্রের জন্য তালিকায় ছিলাম। কিন্তু পরে আমাকে জানানো হলো যে তাজউদ্দীন সাহেবের চরিত্রটি করতে হবে। আমি প্রস্তুতি নিয়েছি এবং শুটিং করেছি। আবারও মুম্বাই যেতে হবে পরের লটের জন্য। এরপর বাংলাদেশেই শুটিং হবে। এর বেশি আমি কিছু বলতে পারবো না।’
প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে ছবির প্রথম লটের শুটিং শুরু হয়েছে। ধারাবাহিকভাবে সব কাজ শেষ করে চলতি বছরেই ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে।