ভার্সেটাইল মিডিয়ার চলচ্চিত্রে শাকিব-অপু
প্রথম সিনেমা ‘ইউ-টার্ন’ মুক্তি দিয়ে আলোচনায় এসেছে ভার্সেটাইল মিডিয়া। এবার প্রযোজনা সংস্থাটি থেকে আসছে নতুন সিনেমা। ‘বাজিকর’ নামের সিনেমাটি জুটি হচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস। পরিচালনা করছেন সাইফ চন্দন।
চলতি বছরের অক্টোবর থেকে ‘বাজিকর’ এর কাজ শুরু হবে। অ্যাকশন ঘরানার এ সিনেমার শুটিং ভারতের রামুজি ফিল্ম সিটি, মালদ্বীপ ও থাইল্যান্ডে করার কথা রয়েছে।
ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান এনটিভিকে বলেন, ‘একটি মৌলিক গল্প নিয়ে আমরা তৈরি করছি এই ছবি। ইদানীং সিনেমা নিয়ে অনেকেই একটা অভিযোগ করেন, ছবি দেখে মনে হয় না বাংলাদেশের গল্প। আমাদের এই ছবির গল্প বাংলাদেশের মানুষের গল্পের ছবি। দর্শক হলে বসে যখন ছবিটা দেখবে, নিজের গল্পই মনে হবে। টেকনিক্যাল কিছু বিষয়ে বাংলাদেশে পিছিয়ে আছে বা আমাদের নেই, সে বিষয়ে ভারতের হেল্প নেব। আশা করব, বাংলাদেশ সরকার আমাদের এফডিসিকে আরো সমৃদ্ধ করবে জোগানের দিক থেকে। আমরা যেন দেশে বসেই ছবির সব কাজ শেষ করতে পারি।’
সাইফ চন্দন পরিচালিত প্রথম সিনেমা ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া তার ‘টার্গেট’ ছবির কাজ প্রায় শেষের দিকে।