Select Page

ভুবন মাঝি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে পরমব্রত

ভুবন মাঝি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে পরমব্রত

ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ মুক্তি পেল শুক্রবার। সিনেমাটির মূল চরিত্র নহর, যাতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বুধবার ঢাকায় ছবির উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তিনি।

ওই সময় পরমব্রত জানান, বাংলাদেশের স্বাধীনতাকে নিজের ইতিহাসের অংশ জেনেই বড় হয়েছেন।

তিনি বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারণা আমার কৈশোর থেকেই ছিল। যেটা হয়েছে, ‘ভুবন মাঝি’ ছবিতে অংশগ্রহণ করে পূর্বের ধারণা আমি শাণিত করতে পেরেছি। আমি যে পরিবেশে ও শিক্ষায় বড় হয়েছি, তাতে পশ্চিমবঙ্গের বাঙালি হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমি আমার ইতিহাসের অংশ বলেও জেনেছি। মুক্তিযুদ্ধ আমার কাছেও ইতিহাসের একটি গর্বের অধ্যায়। তাই প্রস্তুতি নতুন করে খুব একটা নিতে হয়নি।”

তিনি আরো বলেন, “ছবিতে আমার চরিত্রের নাম নহির। আমি পশ্চিম বাংলার অভিনেতা। এটা আমার পরম সৌভাগ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছি। এটা আমার জন্য সুযোগও বলতে পারেন। ‘ভুবন মাঝি’ ছবিতে যখন অভিনয়ের প্রস্তাব পাই, তখন আমার খুব ভালো লেগেছিল। যেহেতু আমি মুক্তিযুদ্ধের মূল্যবোধ সম্পর্কে জানি, তাই এ ধারণা আমার কাছে নতুন কিছু মনে হয়নি। নহির চরিত্রটিও আমার পছন্দ হয়েছে।”

প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস সূত্রে জানা যায়, সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে এতে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী-চিত্রনাট্য করেছেন ফাখরুল আরেফিন খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্রপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুন মিজান ও নওশাবা প্রমুখ।


Leave a reply