মধুমিতায় সপ্তাহজুড়ে আলোচিত সাত সিনেমা
# ঐতিহ্যবাহী মধুমিতা হলে ১৮ জানুয়ারি থেকে প্রতিদিন একটি করে পুরনো ছবি প্রদর্শিত হবে
# এর মধ্যে রয়েছে সাদা-কালো থেকে যৌথ প্রযোজনা ও সালমান-শাবনূরের সিনেমা
# মূলত নতুন সিনেমার সংকট ঘিরে এ আয়োজন
রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহের রয়েছে ছবি প্রদর্শনের অর্ধ শতকেরও বেশি বছরের ঐতিহ্য। এক সময় অনেক জনপ্রিয় সিনেমায় লগ্নি করেছে। সেই হলে মাঝে প্রদর্শিত হয় পুরনো দিনের স্মরণীয় সিনেমা।
চলতি বছরের জানুয়ারিতে ঢালিউডে উল্লেখযোগ্য তেমন সিনেমা নেই। তাই আগামী সপ্তাহ জুড়ে পুরনো ৭টি আলোচিত চলচ্চিত্র মুধুমিতা প্রেক্ষাগৃহে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মধুমিতা মুভিজ প্রযোজিত জনপ্রিয় এই ৭টি চলচ্চিত্র ৭ দিন চলবে। ১৮ জানুয়ারি থেকে দেখানো হবে নিশান, সুজন সখী, চাওয়া থেকে পাওয়া, দূরদেশ, মিসলংকা, এক মুঠো ভাত ও নাচের পুতুল।
এ বিষয়ে মধুমিতা মুভিজ ও প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি বছর আমরা প্রচণ্ডভাবে সিনেমা সংকটে ভুগছি। নতুন চলচ্চিত্র একদমই নেই। যেগুলো পাই সেগুলো হলে তোলার মতো নয়। উপায় না দেখে নিজেদের পুরনো চলচ্চিত্রগুলো প্রদর্শনের ব্যবস্থা করলাম। পর্যায়ক্রমে প্রতিদিন একটি করে চলচ্চিত্রের প্রদর্শনী হবে। ১৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এটি চলবে।’
মধুমিতার এ উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালো সাড়া দেখা যাচ্ছে। বিশেষ করে ‘চাওয়া থেকে পাওয়া’ নিয়ে সালমান শাহ ভক্তরা ইভেন্ট খুলে বসেছেন। অনেকেই আগ্রহ দেখিয়েছেন ওই পাতায়।