‘মনপুরা’ ৬, ‘স্বপ্নজাল’ ৩০
প্রথম ছবি ‘মনপুরা’র মুক্তির নয় বছর পর আবারও চলচ্চিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন দর্শক নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পেতে যাচ্ছে ৬ এপ্রিল।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত নায়ক ইয়াশ রোহান।
সিনেমাটি নিয়ে দর্শকের অনেক প্রত্যাশা থাকলেও সেভাবে প্রচারণা দেখা যাচ্ছে না। দুই-একটি বিশ্ববিদ্যালয় বা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আগাচ্ছেন না। মুক্তিও পাচ্ছে গুটি কয়েক হলে।
অবাক করা বিষয় হলো— অনলাইনে ট্রেলার ছাড়া নেই কোনো প্রচারণা উপকরণ।
এরই মাঝে জানা গেল মাত্র ৩০টির মতো হলে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’।
‘স্বপ্নজাল’ মুক্তি উপলক্ষে বুধবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। সেখানে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ছবিটি দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেমের গল্প। ডাকাতি, সংঘাত, গুম আর কূট কৌশলের আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু দুজনের মিলনের আকুল আকাঙ্ক্ষায় তৈরি হয়েছে। আশা করছি সারাদেশে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে।’
অবশ্য এর আগে একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি জানান, ‘মনপুরা’র মাত্র ৬টি প্রিন্ট করিয়েছিলেন প্রথম সপ্তাহে। পরে তা বাড়তে বাড়তে ৪০-এ ঠেকে। ওই সিনেমা টানা কয়েক মাস হাউসফুল হয়েছিল। এবারও তেমন কিছু প্রত্যাশা করছেন তিনি।
এমন ভাবনায় কিছুটা ঘাটতি তো থাকছে পর্যাপ্ত প্রচারণা না থাকার কারণে। ‘মনপুরা’র সময় গান যেভাবে ভাইরাল হয়, নতুন সিনেমায় ক্ষেত্রে তার কিছুই হলো না। কারণ, সিনেমাটিতে অদৌ গান আছে কি-না দর্শক জানেই না। তাহলে দর্শকের কাছে সিনেমাটির খবর পৌঁছাবে কোন মাধ্যমে।
এছাড়া এমন সময়ে ‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে, যার পরের সপ্তাহেই মুক্তি পাবে বড় বাজেটের দুই ছবি ‘একটি সিনেমার গল্প’ ও ‘বিজলি’। দুটি সিনেমার পরিবেশকও শক্তিশালী। তাই শুরুতেই বেশি হল না পেলে ‘স্বপ্নজাল’-এর সমস্যা।
সাম্প্রতিক সময়ে অল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও বাজিমাত করেছিল ‘আয়নাবাজি’। তা সত্ত্বেও সিনেমাটিকে লোকসানের মুখে পড়তে হয় প্রচলিত বিপনন পদ্ধতির কারণে। অর্থাৎ, সর্বশেষ কয়েক বছরে ঢাকার ইন্ডাস্ট্রিতে এমন কিছু পরিবর্তন ঘটেছে— যা অনিয়মিত নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য সুখবর নয়।
তা সত্ত্বেও বলতে হয়, ‘স্বপ্নজাল’-এর প্রাণ ভালো গল্প ও নির্মাণ। ভালো সিনেমার দর্শকরা আশা করছেন সিনেমাটি ছড়িয়ে পড়বে সবার মুখে মুখে।